Thursday, September 19, 2024
রাজ্য​

দেশবাসী ওঁকে মমতা বানু নামে চেনে, এখন বন্দ্যোপাধ্যায় হতে চাইছেন: কৈলাস

মেদিনীপুর: শ্যামসংঘ হলে রথযাত্রার প্রস্তুতির শেষ বৈঠকে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, দেশের মানুষ ওঁকে মমতা বানু হিসেবে চেনে। উনি একটি বিশেষ সম্প্রদায়ের তুষ্টিকরণের কাজ করেন। এখন উনি নিজের নামের পিছনে বন্দ্যোপাধ্যায় আনার চেষ্টা করছেন। সেজন্য সংস্কৃততে বলছেন, মন্দিরে যাচ্ছেন, মন্দির নির্মাণ করছেন, কখনও ব্রাহ্মণ সম্মেলন করছেন। আগে ওঁর নমাজ় পড়ার ছবি ছাপা হতো, তখন মন্দিরে যেতেন না। এখন মন্দিরে যাওয়ার নাটক শুরু করেছেন।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, বিজেপি জেলা সভাপতি সমিত দাসসহ মহিলা মোর্চার নেতৃত্বরা। মুকুল রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে বড় গদ্দার ভারতে নেই। তিনি কংগ্রেসের খেয়েছেন। কংগ্রেসের হাত ধরে চারবার এমপি হয়েছেন। কংগ্রেস থেকে তাঁকে মন্ত্রিত্ব দেওয়া হয়। যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করে কংগ্রেস থেকে পালিয়ে গিয়ে তিনি নতুন দল গঠন করেন। ছেলে শুভ্রাংশুর বিজেপিতে যোগদান নিয়ে প্রশ্ন করলে মুকুলবাবু বলেন, সময় হলে বলা যাবে।

কৈলাস বিজয়বর্গীয় এদিনের বৈঠকে বলেন, মাওবাদীদের তৈরি করার ক্ষেত্রে মমতার হাত রয়েছে। মমতা মাওবাদীদের উপর ভর করে এবং তাদের সহযোগিতায় আজ ক্ষমতায় এসেছেন। যখন মাওবাদীদের প্রভাব খুব একটা ছিল না এবং মাওবাদীদের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল তখন তাদের অক্সিজেন জুগিয়েছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়।