মালদ্বীপের সর্বোচ্চ সম্মান পেলেন মোদী
মালে: মালদ্বীপের সর্বোচ্চ সম্মান ‘রুল অফ নিশান ইজুদ্দিন’ দেওয়া হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। শনিবার তিনি মালদ্বীপে পৌঁছন। দু’দিনের সফরের প্রথম দিনই তাঁকে এই সম্মানে ভূষিত করা হল। দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে প্রথম বিদেশ সফর হিসেবে দ্বীপরাষ্ট্রকে বেছে নিয়েছেন মোদী। নমো সেখানে পৌঁছাতেই সে দেশের রাষ্ট্রপতি ইব্রাহিম মহম্মদ সোলি তাঁকে এই সম্মানে সম্মানিত করেন।
সম্মানিত হওয়ার পর মোদী বলেছেন, এটা শুধু তাঁকে দেওয়া হয়নি। এই সম্মান আসলে ভারত ও মালদ্বীপ, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই প্রতিফলন। মালদ্বীপের সঙ্গে সম্পর্ককে ভারত সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। মালদ্বীপের জন্য সবরকম সাহায্যের হাত বাড়িয়েছে ভারত। এই সম্পর্ক চিরস্থায়ী হোক বলেই জানান প্রধানমন্ত্রী।
দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরেই নমো চান মালদ্বীপের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো মজবুত করতে। তাই ক্রিকেট-সহ সবরকম সহযোগিতায় প্রস্তুত ভারত। তাই প্রতিবেশীকে অগ্রাধিকার দেওয়ার শর্তেই মালদ্বীপের পাশে দাঁড়িয়েছে মোদী সরকার।
মালদ্বীপ সফরের পর মোদী পৌঁছবেন শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কার চার্চে ভয়াবহ বিস্ফোরণের পর নমোই কোনো দেশের প্রধানমন্ত্রী, যিনি শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন।