দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল নেতা অনন্ত চক্রবর্তী
মালদা: আসন্ন বিধানসভা ভোটের আগে একের পর নেতার দলত্যাগের ফলে বেকাদায় তৃণমূল শিবির। শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজ্য রাজনীতি যখন তোলপাড় ঠিক তখনই দিলীপ ঘোষের হাত ধরে পদ্মশিবিরে নাম লেখালেন মালদার তৃণমূল নেতা অনন্ত চক্রবর্তী (Ananta Chakraborty)।
অনন্ত চক্রবর্তীর বিজেপিতে যোগদান ফের অস্বস্তিতে ফেলল তৃণমূল শিবিরকে। কারণ, তিনি জেলা তৃণমূলের অন্যতম মুখ বাবলা সরকারের অনুগামী ছিলেন। মঙ্গলবার সকালে দিলীপ ঘোষের চায়ে পে চর্চায় ইংরেজ বাজারের সিঙ্গাতলায় মঞ্চ থেকে দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির দলীয় পতাকা তুলে নেন তিনি। অনন্ত চক্রবর্তী ছাড়াও এ দিন বিজেপিতে যোগ দেন জেলার বিশিষ্ট চিকিৎসক দেবাশিস সরকার।
দলত্যাগের পর অনন্ত এদিন বলেন, দল ছাড়ার সিদ্ধান্তটা বাবলাদা জানেন না। ওঁরা দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝার চেষ্টা করেনি। এদিকে, অনন্তর দলত্যাগ নিয়ে জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস বলেন, মৃত কেউ যদি বিজেপির মতো দলে গিয়ে সঞ্জীবনী পান, তাহলে কিছুই বলার নেই।
উল্লেখ্য, ভোট এগিয়ে আসতেই দলবদলের খেলা জমে উঠেছে। বর্তমানে সবচেয়ে বেশি চর্চিত নেতা হলেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলের মতে, শুভেন্দুর বিজেপিতে যোগদান এখন শুধু সময়ের অপেক্ষা। তবে, শুধু শুভেন্দু নয়, স্থানীয় স্তরে তৃণমূলের ঘর ভাঙতে শুরু করেছে বিজেপি।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

