জাকির নায়েকের মালয়েশিয়ায় দেয়া স্থায়ী নাগরিকত্ব মর্যাদা বাতিল করা হবে: মাহাথির
কুয়ালালামপুর: হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে শান্তিভঙ্গ করার চেষ্টায় বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েককে মালয়েশিয়ায় দেয়া স্থায়ী নাগরিকত্ব মর্যাদা বাতিল করা হতে পারে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মহম্মদ শুক্রবার এই কথা বলেন।
মাহাথির বলেন, দেশের সংখ্যালঘুদের নিয়ে জাকির নায়েক যে মন্তব্য করেছেন তার তদন্ত করছে পুলিশ। তদন্তের ফলাফল আসলে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, তাঁর স্থায়ী নাগরিকত্ব মর্যাদা আছে। আমরা তা কেড়ে নিতে পারি যদি তিনি এমন কিছু করেন যা এই জাতির ক্ষতিকারক। এই মুহূর্তে পুলিশ তদন্ত করছে। তিনি যদি এমন কিছু করেন তাহলে তাঁর স্থায়ী নাগরিকত্ব মর্যাদা কেড়ে নেওয়া হবে।
বৃহস্পতিবার মালয়েশিয়ার ফেডেরাল সিআইডি ডিরেক্টর হুজির মহম্মদ জানিয়েছেন, জাকির নায়েকের বিরুদ্ধে ১১৫টি অভিযোগ জমা পড়ার পরে এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।
সাম্প্রদায়িক বিদ্বেষে ইন্ধন দেওয়ার জন্য নায়েকের বিরুদ্ধে অভিযোগ উঠলে তিনি ভারত ছেড়ে মালয়েশিয়ায় গিয়ে আশ্রয় নেন। তাঁকে প্রত্যর্পণ করার জন্য মালয়েশিয়া সরকারের কাছে আবেদন জানিয়েও ব্যর্থ হয় নয়াদিল্লি। এছাড়া, নায়েকের প্রচারে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের হোলি আর্টিজান বেকারিতে হামলা চালানো হয় বলে জানিয়েছে ঘটনার জেরে গ্রেফতার হওয়া দুই সন্ত্রাসবাদী।
গত সপ্তাহে চিনা ও ভারতীয় সংখ্যালঘুদের নিয়ে বর্ণবাদী বক্তব্য দেয়ার অভিযোগ ওঠে জাকিরের বিরুদ্ধে। ইতিমধ্যে মালয়েশিয়ায় একটি ইসলামি অনুষ্ঠানে বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েককে ভাষণ দেওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে দেশটির পুলিশ।