Sunday, September 15, 2024
দেশ

হিন্দু ধর্ম ইসলামের চেয়ে পুরনো, সমস্ত ভারতীয় মুসলমানরা আগে হিন্দু ছিল: গুলাম নবি আজাদ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে আজাদকে বলতে শোনা যায়, হিন্দু ধর্ম ইসলামের চেয়ে পুরনো এবং সমস্ত ভারতীয় মুসলমানরা আগে হিন্দু ছিল। 

জানা গেছে, ভিডিওটি গুলাম নবি আজাদের ৯ আগস্টের একটি ভাষণের। আজাদ বলেন, ‘ইসলামের জন্ম মাত্র ১৫০০ বছর আগে। ভারতে কেউ বহিরাগত নয়। আমরা সবাই ভারতের। ভারতের মুসলমানরা মূলত হিন্দু ছিল, যারা পরে ধর্মান্তরিত হয়েছিল।’

তিনি বলেন, ‘৬০০ বছর আগে কাশ্মীরে মূলত কাশ্মীরি পণ্ডিতরাই ছিলেন। পরে তাদের মুসলিম ধর্মে ধর্মান্তিরত করা হয়। প্রথমে সবাই হিন্দু ছিলেন। হিন্দু, মুসলিম, রাজপুত, ব্রাহ্মণ, দলিত, কাশ্মিরী অথবা গুজ্জর আমরা সকলেই ভারতের। এই মাটিতেই আমাদের শিকড় রয়েছে। এই মাটিতেই আমরা বার বার ফিরে আসবো।’

তিনি বলেন, ‘রাজনীতির সঙ্গে ধর্মকে গুলিয়ে ফেলা উচিত নয়। ধর্মের ভিত্তিতে মানুষ যেন ভোট না দেয়। রাজনীতিতে যে ধর্মের সমর্থন নেয় সে দুর্বল। যার নিজের প্রতি বিশ্বাস আছে, সে ধর্মের আশ্রয় নেয় না। সঠিক মানুষ জানেন কি করবো, কিভাবে উন্নয়ন করতে হবে। কিন্তু দুর্বলরা বলে আমি হিন্দু অথবা মুসলমান।’