Tuesday, March 25, 2025
দেশ

অধিকাংশ কাশ্মীরের মানুষই ৩৭০ ধারা বাতিলকে সমর্থন জানিয়েছে: অজিত দোভাল

নয়াদিল্লি: সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর থেকেই কাশ্মীরে ঘাঁটি গেড়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। কখনও শ্রীনগরে জওয়ানদের সাথে, কখনও বা শোপিয়ানে সাধারণ কাশ্মীরিদের সঙ্গে আড্ডা দিতে দেখা গেছে তাঁকে। শনিবার নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় ডোভাল বলেন, অশান্তি ছড়ানোর চেষ্টা চলছেই। তবে আমরাও রুখতে সক্ষম। উপত্যকায় অশান্তি ছড়াতে না পেরে হতাশ হচ্ছে পাকিস্তান।

সংবাদসংস্থা এএনআইকে অজিত ডোভাল জানান, ৩৭০ ধারা বাতিলের পর রাজ্যে অশান্তি ছড়াতে ক্রমাগত চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। তবে ভারতীয় ইন্টেলিজেন্স ও সেনার যৌথ উদ্যোগে তা সফল হয়নি। তিনি আরও বলেন, কাশ্মীরের অধিকাংশ মানুষই ৩৭০ ধারা বাতিলের পক্ষে।

ডোভালের কথায়, মুষ্ঠিমেয় কিছু মানুষ কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে কথা বলছেন। তবে সিংহভাগ মানুষই এই পদক্ষেপকে সমর্থন করছে। ৩৭০ ধারা বাতিলের ফলে উপত্যকায় কর্ম সংস্থানের সুযোগ বাড়বে, উন্নত হবে জীবনযাত্রা।

জম্মু-কাশ্মীরের একাধিক রাজনৈতিক নেতাদের গৃহবন্দি রাখার বিষয়ে তিনি বলেন, আইন মেনেই এটা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা তো করা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁরা গৃহবন্দিই থাকবেন। তবে যদি এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রাজনৈতিক নেতারা আদালতে যেতে চান তাহলে যেতেই পারেন বলে অজিত ডোভাল মন্তব্য করেন।