কাশ্মীর ইস্যুতে রাহুলের মন্তব্যকে হাতিয়ার ইমরানের, চরম অস্বস্তিতে কংগ্রেস
নিউ ইর্য়ক: পুলওয়ামা হামলা কিংবা বালাকোটে ভারতীয় সেনার এয়ার স্ট্রাইক সবেতেই মোদী সরকারের বিরোধিতা করেছে কংগ্রেস। বরাবরই কংগ্রেস ও প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর মন্তব্যকে হাতিয়ার করেছে পাকিস্তান। বড় বড় শিরোনাম হয়েছে সে দেশের সংবাদমাধ্যমে। এবার নিউ ইর্য়কে একটি সাংবাদিক সম্মেলনে কাশ্মীর ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের উক্তিকে হাতিয়ার করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
ইমরান খান বলেন, ভারতের কংগ্রেস পার্টিও বলছে ৫০ দিনের বেশি আটক রয়েছেন কাশ্মীরিরা। বন্দীদের নিয়ে কী ঘটছে তা কেউ জানে না। আর ইমরানের এই বক্তব্যে চরম অস্তস্তিতে পড়েছে কংগ্রেস।
তবে এবারই প্রথম নয়, এর আগে গত আগস্টে রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের করা নালিশে জড়ায় রাহুল গান্ধীর নাম। কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনে পাকিস্তান যে নালিশ করেছে, তাতে রাহুল গান্ধীর মন্তব্য ব্যবহার করা হয়েছিল। সরেজমিনে কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে ১২ জন বিরোধী নেতার সঙ্গে কাশ্মীর গিয়েছিলেন রাহুল গান্ধী। তাদের উপত্যকায় ঢুকতে দেওয়া হয়নি। তারপরই রাহুল গান্ধী বলেছিলেন, কাশ্মীরের পরিস্থিতি ঠিক নয়।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই মহারাষ্ট্রের একটি জনসভা থেকে এবিষয়ে কংগ্রেস কাশ্মীর ইস্যুতে তীব্র আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।