Friday, June 20, 2025
Latestদেশ

মহারাষ্ট্রে একক বৃহত্তম দল হিসাবে বিজেপিকে সরকার গড়ার আহ্বান জানালেন রাজ্যপাল

মুম্বাই: মহারাষ্ট্রে বিজেপিকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানালেন রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি। ২৮৮টি আসনের মহারাষ্ট্র বিধানসভায় ১০৫টি আসন পেয়েছে বিজেপি এবং ৫৬টি আসন জিতেছে শিবসেনা। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৪৫ টি আসন। তবে জোটসঙ্গী শিবসেনা বেকে বসায় দেবেন্দ্র ফড়নবিশকে দ্বিতীয়বারের মেয়াদে নির্বিঘ্নে সরকার গড়তে বেগ পেতে হচ্ছে।

শনিবার সন্ধ্যায় রাজ্যের একক বৃহত্তম দল বিজেপিকে সরকার গঠন করার নির্দেশ দিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি। শনিবার মধ্যরাতেই শেষ হচ্ছে রাজ্যের ১৩তম বিধানসভার মেয়াদ। দেবেন্দ্র ফড়নবিশের কাছে সরকার গঠন করার আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে রাজ্যপালের তরফে। একই সঙ্গে এ বিষয়ে একটি বিবৃতি জারি করেছে রাজ ভবন।

বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যপাল একক বৃহত্তম দল বিজেপির নির্বাচিত সদস্যদের নেতা শ্রী দেবেন্দ্র ফডনবীশকে মহারাষ্ট্রে তাঁর দলের সরকার গঠনের ইচ্ছা এবং দক্ষতার প্রকাশ করতে বলেছেন। ২১ শে অক্টোবর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং ২৪ অক্টোবর ফল প্রকাশ করা হয়েছিল। তবে, ১৫ দিন অতিবাহিত হয়ে গেলেও কোনও দল বা জোটই সরকার গঠন করতে এগিয়ে আসেনি।

দেবেন্দ্র ফডনবিশ শুক্রবার মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি বলেন, বিশেষত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শিবসেনার বক্তব্য দেখে আমরা হতবাক হয়েছি। বিজেপির কেউই কখনও বাল ঠাকরেকে (শিবসেনার প্রতিষ্ঠাতা) বা উদ্ধব ঠাকরেকে লক্ষ্য করে আক্রমণ করেনি। কিন্তু শিবসেনা মোদীজিকে যে নিরলসভাবে আক্রমণ করে চলেছে, অমনটা আমাদের প্রতিদ্বন্দ্বীরাও করেন নি। আমরা এটা মেনে নিতে পারি না। মনে হচ্ছে শিবসেনা জোট চালিয়ে যেতে আগ্রহী নয়।

প্রসঙ্গত, শিবসেনার দাবি, ৫০-৫০ ফর্মুলায় সরকার গঠন করা হোক। সেই দাবি ঘিরেই বিজেপির সঙ্গে শিবসেনার টানাপোড়েন চলেছে। তবে নড়বড়ে হলেও আপাতত মসনদে বসবে বিজেপিই। তবে সিংহাসন এখনও সুরক্ষিত বলা যাচ্ছে না। কারণ, সোমবারই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে নয়া সরকারকে।