Monday, June 16, 2025
Latestদেশ

বুধবার মহারাষ্ট্রে আস্থা ভোট, সরাসরি সম্প্রচারের নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: বুধবার মহারাষ্ট্রে আস্থা ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ সরকারকে। এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছে, বুধবার বিকাল ৫টার মধ্যে আস্থা ভোট করতে হবে। এন ভি রামান্না, বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি অশোক ভূষণের বেঞ্চের নির্দেশ, গোপন ব্যালটে ভোট নয়, আস্থা ভোট সরাসরি সম্প্রচার করতে হবে। এছাড়া ২৭ নভেম্বরের মধ্যেই সব বিধায়ককে শপথ নিতে হবে।

শনিবার ফড়নবিশ মুখ্যমন্ত্রী পদে শপথ নিলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট। সুপ্রিম কোর্টের  রায়ের পর এনসিপি নেতা নবাব মালিক বলেছেন, ভারতীয় গণতন্ত্রে এই রায় যুগান্তকারী এক পদক্ষেপ। বুধবার বিকাল ৫ টার মধ্যেই বিজেপির জারিজুরি সব শেষ হবে। সেনা, এনসিপি ও কংগ্রেস সরকার গঠিত হবে।


পাশাপাশি, শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট ১৫৪ জন বিধায়কেের স্বাক্ষর সহ শীর্ষ আদালতে তাঁদের নথি জমা দিয়েছে এবং মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোট করার আহ্বান জানায়।

শীর্ষ আদালতের নির্দেশ, বুধবার সন্ধ্যার মধ্যে আস্থা ভোট সম্পন্ন করতে হবে। বিকাল ৫ টার মধ্যে আস্থা ভোট করতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বিচারপতির বেঞ্চ।