Sunday, June 22, 2025
Latestদেশ

জল্পনার অবসান, আস্থা ভোটে জয়ী হলেন উদ্ধব ঠাকরে

মুম্বাই: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন উদ্ধব ঠাকরে। শনিবার বিধানসভায় আস্থা ভোটেও জয়ী হলেন উদ্ধব ঠাকরে। তাঁর নেতৃত্বাধীন জোট সরকারের পক্ষে গিয়েছে ১৬৯ জন বিধায়কের ভোট। অন্যদিকে, আস্থাভোটের আগেই বিধানসভা থেকে ওয়াকআউট করেন দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বাধীন বিজেপি বিধায়কেরা।

এদিন ভোটদান থেকে বিরত ছিলেন এমআইএময়ের ২ জন, সিপিআইয়ের ১ জন এবং রাজ ঠাকরের মহারাষ্ট্র নব নির্মাণ সেনার (এমএনএস) ১ জন বিধায়ক। মোট ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় ম্যাজিক ফিগার ১৪৫।

১৭০ জনের বেশি বিধায়কের সমর্থন রয়েছে বলে শনিবার সকালেই দাবি করে ‘মহা বিকাশ আগাড়ি’ জোট। তারা যে হিসাব প্রকাশ করে তাতে বলা হয়, শিবসেনার ৫৬, এনসিপির ৫৪ এবং কংগ্রেসের ৪৪ জন বিধায়ক ছাড়াও ৮ জন নির্দল বিধায়ক, সমাজবাদী পার্টির ২ জন বিধায়ক এবং স্বাভিমানী শেতকরি (১), বহুজন বিকাশ আগাড়ি (৩), মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (১), পিস্যান্টস অ্যান্ড ওয়ার্কারস পার্টি অব ইন্ডিয়া (১), সিপিআই (১) মিলিয়ে মোট ১৭১ জন বিধায়কের সমর্থন রয়েছে উদ্ধব নেতৃত্বাধীন জোটের পক্ষে।

প্রসঙ্গত, ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ১০৫, শিবসেনা ৫৬, এনসিপি ৫৪ এবং কংগ্রেস পেয়েছিল ৪৪ টি আসন। বিজেপি এবং শিবসেনার মোট আসন সংখ্যা ছিল ১৪৫টি। কিন্তু শিবসেনা ৫০-৫০ ফর্মুলা দাবি করার জন্য ভেঙে যায় এই বহু পুরানো জোট। এই ফর্মুলা অনুসারে, আড়াই বছর করে সরকার চালাবার দাবি জানিয়েছিল শিবসেনা।শিবসেনার দাবি, এই শর্তেই বিজেপির সাথে কথা হয়েছিল তাদের। তবে বিজেপির তরফ থেকে জানানো হয়, এমন কোনও চুক্তি হয়নি। এই বিবাদের জেরেই বিজেপি- শিবসেনার ৩০ বছরের বন্ধুত্ব ভেঙে যায়।