Wednesday, January 22, 2025
দেশ

মহারাষ্ট্র থেকে গ্রেফতার আরও ১৬ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে বেড়ে চলা বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। শুক্রবার মহারাষ্ট্র পুলিশের জঙ্গিদমন শাখার বিশেষ অভিযানে আরও ১৬ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ছয়জন মহিলা রয়েছেন। আজ তক 

অবৈধ অনুপ্রবেশ ও জাল নথি তৈরির অভিযোগ

বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে এই ১৬ জন মহারাষ্ট্রের নভি মুম্বই, ঠাণে, সোলাপুর এবং জালনা থেকে গ্রেফতার হন। তাঁদের কাছে বৈধ ভারতীয় পরিচয়পত্র না থাকায় পুলিশ সন্দেহভাজন হিসেবে তাঁদের আটক করে। এরপর তদন্তে দেখা যায়, তাঁরা জাল আধার কার্ড ও অন্যান্য নথি বানিয়ে দীর্ঘদিন ভারতে বসবাস করছেন।

দিল্লি ও মহারাষ্ট্রে ধারাবাহিক অভিযান

গত কয়েকদিন ধরে মহারাষ্ট্র এবং দিল্লিতে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। বুধবার মুম্বই, নভি মুম্বই, ঠাণে এবং নাসিক অঞ্চলে অভিযান চালিয়ে আরও ১৭ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের কাছ থেকেও জাল পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। 

অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে দিল্লি পুলিশ। সম্প্রতি দিল্লি থেকে পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁদের ভারতে থাকার কোনও বৈধ নথি নেই এবং জাল নথি তৈরির চক্রের সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে।

চ্যালেঞ্জ বাড়াচ্ছে জাল নথি চক্র

পুলিশের মতে, অবৈধ অনুপ্রবেশকারীরা স্থানীয় সহযোগীদের সাহায্যে জাল আধার কার্ড, প্যান কার্ড তৈরি করছে, যা সনাক্তকরণের কাজকে জটিল করে তুলছে।

সীমান্ত এলাকায় কড়া নজরদারির দাবি

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এই ধারাবাহিক গ্রেফতারির প্রেক্ষিতে সীমান্ত এলাকাগুলিতে আরও কড়া নজরদারি এবং জাল নথি তৈরির চক্রকে ধ্বংস করার দাবি উঠছে।