মহারাষ্ট্রে বিধানসভা ভোটে নারীশক্তির জয়জয়কার, জয়ী ২১ মহিলা প্রার্থীর ১৪ জন বিজেপির
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বিরাট জয় পেয়েছে বিজেপি। একনাথ শিন্ডের শিবসেনা ও অজিত পাওয়ার নেতৃত্বাধীন এনসিপির মহায্যুতি জোট সরকার গঠন করতে চলেছে। অন্যদিকে, মহা বিকাশ আগাড়ি (কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা ও শরদ পাওয়ার এনসিপি) জোটের ভরাডুবি হয়েছে। এবারের নির্বাচনে মোট ২১ জন মহিলা প্রার্থী বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন, যার মধ্যে ১৪ জন বিজেপির।
মহারাষ্ট্রে মহিলা প্রার্থীদের মধ্যে বিজেপির উপস্থিতি উল্লেখযোগ্য। দলের ১০ জন পুনরায় নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন শ্বেতা মহালে (চিকলি), মেঘনা বর্দিকর (জিন্টুর), দেবযানী ফারান্দে (নাসিক), সীমা হিরে (নাসিক পশ্চিম), এবং মন্দা মাত্রে (বেলাপুর)। বিজেপির নতুন চার বিধায়ক হলেন শ্রীজয়া চাভান (ভোকর), সুলভা গায়কওয়াড় (কল্যাণ পূর্ব), স্নেহা পণ্ডিত (ভাসাই), এবং অনুরাধা চাভান (ফুলবাড়ি)।
শিবসেনা থেকে মঞ্জুলা গাভিত (সাকরি) ও সঞ্জনা যাদব (কন্নড়) নির্বাচিত হয়েছেন। এনসিপি থেকে জিতেছেন সুলভা খোদকে (অমরাবতী), সরোজ আহিরে (দেওলালি), সানা মালিক (অনুশক্তিনগর), এবং অদিতি তাটকরে (শ্রীবর্ধন)। কংগ্রেস থেকে একমাত্র মহিলা বিধায়ক হলেন জ্যোতি গায়কওয়াড় (ধাওয়ারি)।
মোট ২৩৫টি আসন নিয়ে ক্ষমতাসীন মহায্যুতি জয়ী হয়েছে। এর মধ্যে বিজেপি একক বৃহত্তম দল হিসেবে ১৩২টি আসনে জয় পেয়েছে। মহিলা বিধায়কদের এই সাফল্য মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।