Thursday, June 19, 2025
Latestদেশ

মহারাষ্ট্র ও হরিয়ানাতে ফের গেরুয়া ঝড়, শোচনীয় অবস্থা কংগ্রেসের, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

নয়াদিল্লি: বিজেপিই ফের বিপুল ভোটে মহারাষ্ট্র ও হরিয়ানায় ক্ষমতা ধরে রাখতে চলেছে। চলতি বছরের মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে প্রথম বিধানসভা ভোটে দুই রাজ্যেই ক্ষমতায় প্রত্যাবর্তন করবে গেরুয়া শিবির। এদিন ভোটদান শেষ হওয়ার পরে বুথ ফেরত সমীক্ষায় তেমনই জানাচ্ছে।

এগজিট পোলের ফলাফলে দেখা যাচ্ছে, দুই রাজ্যের সিংহাসনেই ফিরতে চলেছে বিজেপি। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, মহারাষ্ট্রে ২৮৮টি আসনের মধ্যে এবার ১০৯-১২৪টি আসন একাই জিতবে বিজেপি এবং জোট সঙ্গী শিব সেনা পাবে ৫৭ থেকে ৭০টি আসন। অন্যদিকে, ৪০ থেকে ৫০টি আসনে জিততে পারে এনসিপি। কংগ্রেসের হাতে থাকতে পারে ৩২-৪০টি আসন।

সিএনএন নিউজ ১৮ ও আইপিএসওএসের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, বিজেপি-শিবসেনা জোট পেতে পারে ২৪৩টি আসন, কংগ্রেস-এনসিপি পেতে পারে ৪১টি আসন, অন্যান্যরা পেতে পারে মাত্র ৪টি আসন।

হরিয়ানাতে টাইমস নাওয়ের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ৯০টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ৭১টি আসন, কংগ্রেস জিততে পারে মাত্র ১১টি আসন, অন্যান্যরা জিততে পারে ৮টি আসন। আসন শূন্য হতে পারে আইএনএলডি-অকালি।

ইন্ডিয়া নিউজ-পোলস্ট্র্যাটের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, হরিয়ানায় বিজেপি জিততে পারে ৭৫-৮০টি আসন, কংগ্রেস দখল করতে পারে ৯-১২টি আসন, শূন্য কিংবা ১টি আসন পেতে পারে আইএনএলডি-অকালি, অন্যান্যরা জিততে পারে ১ থেকে ৩টি আসন।