মহারাষ্ট্রে এগিয়ে বিজেপি-শিবসেনা জোট, হরিয়ানায় ত্রিশঙ্কুর পথে
নয়াদিল্লি: মহারাষ্ট্রে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। মহারাষ্ট্রে বেলা ৩টা পর্যন্ত ১৫৮টি আসনে এগিয়ে বিজেপি ও শিবসেনা জোট। অন্যদিকে কংগ্রেস ও এনসিপি জোট এগিয়ে ১০০। অন্যান্য দলগুলি ৩০টি আসনে এগিয়ে রয়েছে।
মহারাষ্ট্রে ২৮৮টি আসনে ৩২,২৩৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। এ বারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৮ কোটি ৯৮ লাখ। ভোটগ্রহণ হয় ৯৬ হাজার ৬৬১টি কেন্দ্রে। এ বারের নির্বাচনে বিজেপি লড়েছে ১৬৪টি আসনে, শিবসেনা ১২৪টি আসনে, ১৪৭টি আসনে কংগ্রেস, এনসিপি লড়ছে ১২১টি আসনে।
হরিয়ানায় ৩৮টি আসনে এগিয়ে বিজেপি। ৩৪টি আসনে এগিয়ে কংগ্রেস। আর জেজেপি ১০টি আসনে। বাকিরা ৮টি আসনে। ফলে হরিয়ানায় বিজেপির ক্ষমতায় ফেরা সম্ভব হচ্ছে না। জেজেপি সমর্থনই সরকার গড়ার জন্য নির্ণায়ক হয়ে উঠতে চলেছে।
জানা যায়, সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরকে দিল্লিতে ডেকে পাঠিয়েছেন। পাশাপাশি হরিয়ানা বিজেপির প্রধান সুভাষ বারালা বলেছেন, খারাপ ফলের দায়িত্ব নিয়ে তিনি পদত্যাগ করতে চান।