Tuesday, November 18, 2025
দেশ

মহাকাল মন্দিরে পুজো দিলেন ফ্রান্সের রাষ্ট্রদূত, দিলেন ৮০ কোটি টাকা অনুদান

ইন্দোর: উজ্জয়িনীর মহাকাল মন্দির খুবই বিখ্যাত মন্দির। প্রাচীন ভেরুগড়ে কালভৈরব মন্দির উজ্জয়নের অন্যতম আকর্ষণ এই মন্দির। এখানে সারা বছর অসংখ্য পুণ্যার্থী আসেন পুজো দিতে। এই মহাকাল মন্দিরে এসেছিলেন ভারতে ফ্রান্সের (France) রাষ্ট্রদূত ইম্যানুয়েল লেনিন (Emmanuel Lenin)। সঙ্গে তাঁর স্ত্রীও ছিলেন। মন্দিরের উন্নয়নের জন্য ৮০ কোটির অনুদানও দিয়েছেন তিনি।

শুক্রবার ব্যক্তিগত সফরে ইন্দোরে এসেছিলেন ইম্যানুয়েল লেনিন। শনিবার সকালে স্ত্রীকে সাথে নিয়ে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে যান তিনি। বাবা মহাকালের পুজো দেন তাঁরা। মন্দির কমিটি লেনিনকে বাবা মহাকালের দু’টি ছবিও উপহার দিয়েছেন। লেনিন রামঘাট এবং ইন্দোর রোডের প্রাচীন শনি মন্দিরও দর্শনে যান। এরপর ইন্দোরের উদ্দেশ্যে রওনা হন।

মুসলিম বিশ্বে ফরাসি পণ্য বয়কটের দাবিতে চলমান বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ফরাসি রাষ্ট্রদূতের জন্য মহাকাল মন্দিরে সুরক্ষা ব্যবস্থা কড়া করা হয়েছিল।

জানা গেছে, হিন্দু রীতি মেনেই মহাকাল মন্দিরে পুজো দেন ফ্রান্সের রাষ্ট্রদূত। তবে মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকায় নন্দী হল থেকেই মহাকালের দর্শন সারেন তিনি। সুরক্ষার খাতিরে মহাকাল মন্দিরে আসার খবর প্রশাসন ছাড়া আর কেউ জানতোই না। ফ্রান্সের রাষ্ট্রদূতের দেওয়া অনুদানের টাকা মন্দিরের উন্নয়নের পাশাপাশি জমি অধিগ্রহণ, মন্দিরে আসার পথ উন্নয়ন, স্থানীয়দের পুনর্বাসনের কাজে লাগানো হবে বলে খবর।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।