Sunday, September 15, 2024
রাজ্য​

প্রথম দিনেই মাধ্যমিকের প্রশ্ন ফাঁস

কলকাতা: মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠল। মালদা জেলার রতুয়া থেকে প্রথম প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় প্রশ্নপত্রের ছবি। ফাঁস হওয়া প্রশ্নপত্রই এবারের পরীক্ষার আসল প্রশ্নপত্র, সে  প্রমানও পাওয়া গেছে। তবে এ ব্যাপারে এখনও প্রতিক্রিয়া আসেনি মাধ্যমিক শিক্ষা পর্ষদের থেকে।

আজ, মঙ্গলবার পরীক্ষার শুরুর কয়েক মিনিট আগে থেকে বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপে মাধ্যমিক পরীক্ষার একটি প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে। পরীক্ষা শেষ হওয়ার পর দেখা যায়, আসল প্রশ্নের সঙ্গে মিল রয়েছে ওই প্রশ্নপত্রের।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসার পরই বিক্ষোভ দেখাতে শুরু করে অভিভাবকরা। এই বিষয়ে ফোন করা হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। তবে তিনি এখনই এ বিষয়ে কিছু বলতে রাজি হননি। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ডি আই স্বপন সামন্ত।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার ছাত্রদের থেকে ছাত্রীদের হার ১৩ শতাংশ বেশি। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ৬৪ হাজার ৯৮০। লোকসভা ভোটের কারনে ২০১৮ সালের তুলনায় প্রায় এক মাস এগিয়ে এসেছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা।