ডাবল হ্যাটট্রিক! ভৌতবিজ্ঞান পরীক্ষারও প্রশ্নপত্র ফাঁস
কলকাতা: হ্যাটট্রিকের ডাবল হ্যাটট্রিক। আবারও ফাঁস মাধ্যমিকের প্রশ্নপত্র। বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, অঙ্কের পরে এবার ভৌতবিজ্ঞান। মঙ্গলবার ষষ্ঠ দিন পরীক্ষা শুরুর আধ ঘণ্টার মধ্যে ফাঁস হয়ে গেল প্রশ্ন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করেছে প্রশ্নের প্রতিলিপি।
গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিনেই ফাঁস হয়ে যায় বাংলা ভাষা বাংলার প্রশ্নপত্র। সেদিনও পরীক্ষা শুরুর ৩০ মিনিটের মধ্যে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে প্রশ্ন। পরের পরীক্ষাগুলিতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। ব্যতিক্রম হল না ভৌতবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রেও।
টানা প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় বেশ অস্বস্তিতে পড়েছিল মাধ্যশিক্ষা পর্ষদ। কীভাবে পরীক্ষা শুরুর পরেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে তার তদন্ত করতে দায়িত্ব দেওয়া হয় বিধাননগর সাইবার সেলকে। কিন্তু তারপরেও অব্যাহত থাকে প্রশ্ন ফাঁসের ঘটনা। এরপর দায়িত্ব দেওয়া হয় CID-কে।
CID সূত্রে খবর, বিধাননগর সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে তাঁরা। সিআইডি আরও ২ জনকে আটক করেছে। তবে তাতেও কাজের কাজ কিছুই হল না। সিআইডি তদন্তভার হাতে নেওয়ার পরও পরীক্ষা ষষ্ঠ দিনেও ফাঁস হয়ে গেল মাধ্যমিকের প্রশ্ন। ফলে প্রশ্ন উঠছে তদন্তের ভূমিকা নিয়ে। এদিকে লাগাতার প্রশ্ন ফাঁসের ঘটনায় এখনও পর্যন্ত মৌনই রয়েছে মাধ্যশিক্ষা পর্ষদ।