Tuesday, November 18, 2025
দেশ

মধ্য়প্রদেশে ‘লাভ জিহাদ বিল’, শাস্তি ৫ বছরের জেল

ভোপাল: লাভ জিহাদের বিরুদ্ধে কড়া আইন আনার ঘোষণা দিল মধ্যপ্রদেশ সরকার। মঙ্গলবার সে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, লাভ জিহাদ রুখতে শ্রীঘ্রই কড়া আইন আনা হবে।

উল্লেখ্য, আগেই কর্ণাটক, অসম ও হরিয়ানা সরকার জানিয়েছিল লাভ জিহাদ রুখতে আইন আনছে তাঁরা। উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথও লাভ জিহাদ রুখতে আইন প্রণয়নের কথা বলেছে। এই ঘোষণার সপ্তাহ খানেকের মধ্যেই মধ্যপ্রদেশ সরকারও আইন আনছে।

শীঘ্রই মধ্য়প্রদেশের বিধানসভায় ধর্মীয় স্বাধীনতা বিল, ২০২০ (Madhya Pradesh Freedom of Religion Bill, 2020) আনা হবে। এই অপরাধের সাজা হবে ৫ বছরের সশ্রম কারাদণ্ড। জামিন অযোগ্য় ধারায় মামলা দায়ের করা যাবে। আগামী বিধানসভা অধিবেশনে এই বিল পেশ করা হবে।

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেন, ভিন ধর্মে বিয়ের পর যদি কাউকে জোর করে ধর্মান্তিরত করা হয়, সেক্ষেত্রেও অভিযুক্তদের বিরুদ্ধে এই আইনে মামলা করা হবে।