জার্মানির চ্যান্সেলরকে হিন্দু রীতি ‘নমস্তে’-র মাধ্যমে স্বাগত জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট
প্যারিস: করোনার সংক্রমণ এড়াতে বজায় রাখা হচ্ছে সামাজিক দূরত্ব। সাক্ষাতে হাত মেলানো থেকে শুরু করে, আলিঙ্গন করোনা পরিস্থিতিতে বন্ধ। এই পরিস্থিতিতে গোটা বিশ্বে গুরুত্ব পাচ্ছে ভারতীয় সংস্কৃতি ‘নমস্তে’-র। হাত না মিলিয়ে এখন একে অপরকে এখন নমস্তের মাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন। উল্লেখ্য, ভারত থেকেই ‘নমস্তে’-র উৎপত্তি।
বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলকে স্বাগত জানালেন নমস্তে করেই। সেই ভিডিও এখন ভাইরাল। জানা যায়, বৃহস্পতিবারে ম্যাক্রোর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন জার্মানির চ্যান্সেলর। ফরাসি প্রেসিডেন্টের গ্রীষ্মকালীন বাসভবনে দুই রাষ্ট্রপ্রধান চিরাচরিত করমর্দন করেননি। নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে নমস্তের মাধ্যমে একে অপরকে অভিনন্দন জানান। এই ঘটনার ভিডিও নিজের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছেন ম্যাক্রো। যা ইতিমধ্যেই ভাইরাল।
Willkommen im Fort de Brégançon, liebe Angela! pic.twitter.com/lv8yKm6wWV
— Emmanuel Macron (@EmmanuelMacron) August 20, 2020
ভারতীয় সংস্কৃতির সম্ভাষণ পদ্ধতি ইউরোপীয় রাষ্ট্রপ্রধানদের করতে দেখে প্রশংসায় মেতেছেন নেটিজেনরা। ম্যাক্রোর করা টুইটের ভিডিওতে দেখা যায়, ম্যাক্রো অ্যাঞ্জেলা মার্কেলের অপেক্ষায় আছেন। সেখানে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছেন আঞ্জেলা মার্কেল তাঁকে দেখেই দূরত্ব বজায় রেখে নমস্কার জানান ম্যাক্রো। হাসি মুখে মার্কেলও নমস্কার জানান।
তবে এবারই প্রথম নয়, এর আগে গত মার্চে স্পেনের রাজা-রানিকে নমস্কার জানান ম্যাক্রো। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও একে অপরকে নমস্কারের মাধ্যমে স্বাগত জানাতে দেখা গেছে। ব্রিটিশ যুবরাজ প্রিন্স চার্লসকেও নমস্কারের মাধ্যমে অভ্যর্থনা জানাতে দেখা যায়।


