মৌলবাদীদের কড়া জবাব দিতে ফ্রান্সের পাশে থাকার বার্তা মোদীর
নয়াদিল্লি: মৌলবাদীদের কড়া জবাব দিতে ফ্রান্সের (France) পাশে থাকার বার্তা দিল ভারত (India)। সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর (Emmanuel Macron) সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, করোনা পরিস্থিতি মোকাবিলা, সন্ত্রাসবাদ দমন-সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে দু’জনের মধ্যে।
প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, বিগত কয়েকদিন ধরে ফ্রান্সে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় দুঃখপ্রকাশ করেছেন মোদী। সন্ত্রাসবাদ, উগ্রপন্থা ও মৌলবাদের বিরুদ্ধে ভারত সর্বদা ফ্রান্সের পাশে আছে বলে ম্যাক্রোঁকে জানিয়েছেন নরেন্দ্র মোদী। পাশাপাশি, করোনা মোকাবিলা, বাণিজ্য এবং জলসীমা রক্ষায় কৌশলগত সহযোগিতা নিয়েও তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়ে। জানা গিয়েছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে ফরাসি প্রেসিডেন্টকে ভারত সফরের আহ্বান জানান মোদী।
উল্লেখ্য, সম্প্রতি ফ্রান্সে মহম্মদের ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় এক শিক্ষককে গত ১৬ অক্টোবর খুন করা হয়। এই ঘটনাকে ‘ইসলামিক মৌলবাদ’ বলে আখ্যা দেন ম্যাক্রোঁ। পাশাপাশি, নিহত শিক্ষককে নায়কের তকমা দেন ম্যাক্রোঁ। এমনকি, এই ঘটনায় ‘ইসলামিক বিচ্ছিন্নতাবাদ’ এবং ‘ইসলামিক সন্ত্রাসবাদী হামলা’ বলেও উল্লেখ করেন তিনি। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। মুসলিম বিশ্ব ফ্রান্সের বিরুদ্ধে অবস্থান করে। ফরাসি পণ্য বয়কটের ডাক দেয় মুসলিম বিশ্বের দেশগুলি।
ফ্রান্সে হওয়া সন্ত্রাসবাদী হামলায় গভীর শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী। প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে নমো সাফ জানান, সন্ত্রাসবাদ, উগ্রপন্থা ও মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের পাশে রয়েছে ভারত।
কূটনৈতিক মহলের মতে, মোদী – ম্যাক্রোঁ এই ফোনালাপ বিশেষ তাৎপর্যপূর্ণ। ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে হওয়া প্রধানমন্ত্রীর কথা মুসলিম বিশ্বের কাছে কড়া বার্তা বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

