সুখবর! ১০০ টাকারও বেশি দাম কমল রান্নার গ্যাসের
নয়াদিল্লি: দীর্ঘ ৬ মাস ধরে দাম বাড়ার পরে এক ধাক্কায় অনেকটাই দাম কমল রান্নার গ্যাসের। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সূত্রে খবর, ভর্তুকিহীন গ্যাসের দাম কমছে ১৩৩ টাকা আর ভর্তুকিযুক্ত গ্যাসের দাম কমছে সিলিন্ডার পিছু ৬.৫২ টাকা। দিল্লিতে ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০৭.৪২ থেকে কমে হল ৫০০.৯০ টাকা। ১লা ডিসেম্বর থেকে নয়া দাম কার্যকর হচ্ছে।
চলতি বছরের জুন থেকেই ভর্তুকিযুক্ত গ্যাসের দাম বাড়ছিল। লাগাতারভাবে দাম বৃদ্ধি হওয়াতে কেন্দ্রের বিরুদ্ধে অসন্তোষ ক্রমশ বাড়ছিল। কিন্তু দেরিতে হলেই প্রায় ১০০ টাকার কাছাকাছি দাম কমায় খুশি এলপিজির গ্রাহকরা। দিল্লিতে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম পড়বে ৮০৯.৫০ টাকা। আইওসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে, টাকার দামেও উন্নতি ঘটেছে। সেই কারণেই এক লাফে অনেকটাই কমল গ্যাসের সিলিন্ডারের দাম।
Price of subsidised cooking gas, #LPG cut by Rs 6.52 per cylinder. Non-subsidised LPG rates reduced by Rs 133 per cylinder. pic.twitter.com/FkPwrRgSjC
— All India Radio News (@airnewsalerts) 30 November 2018
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার মোট ১২টি সিলিন্ডারে ভর্তুকি দেয়। ভর্তুকির অঙ্ক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায়। নভেম্বরে ভর্তুকি ঢুকেছে ৪৩৩.৬৬ টাকা। ডিসেম্বরে ৩০৮.৬০ টাকা ভর্তুকি পাবেন উপভোক্তারা।