একধাক্কায় রান্নার গ্যাসের দাম বাড়ল ২৫ টাকা
কলকাতা: মধ্যবিত্তদের মাথায় হাত। পয়লা ফেব্রুয়ারি বাজেট ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যেই বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। এক লাফে রান্নার গ্যাসের দাম বাড়ল ২৫ টাকা। ফলে মধ্যবিত্তদের নাভিশ্বাস তুলতে চলেছে গ্যাসের দাম। প্রসঙ্গত, এ বছর গ্যাসের ভর্তুকি গত বছরের তুলনায় অর্ধেক করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।
গত মাসে রান্নার গ্যাসের দাম ছিল ৭২০ টাকা ৫০ পয়সা। বৃহস্পতিবার থেকে লাগু হল নয়া দাম। যার ফলে এখন রান্নার গ্যাস কিনতে হলে আপনাকে গুণতে হবে ৭৪৫ টাকা ৫০ পয়সা। বর্তমানে ৫ কেজি সিলিন্ডারের দাম ২৭৫.৫০ টাকা। ১৯.২ কেজি সিলিন্ডারের দাম কলকাতায় ১৫৯৮.৫০ টাকা। কলকাতায় ১৪.২ কেজি গ্যাসের দাম ৭৪৫ টাকা ৫০ পয়সা। দিল্লিতে ৭১৯ টাকা, মু্ম্বাইতে ৭১৯ টাকা, চেন্নাইতে ৭৩৫ টাকা।
উল্লেখ্য, এর আগে গতবছর ডিসেম্বরে তিন দফায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি পেয়েছিল। ১৩ দিনের ব্যবধানে দাম বেড়েছিল গ্যাসের। এবার নয়া বাজেট ঘোষণা হওয়ার পরেই ফের রান্নার গ্যাসের দাম একধাক্কায় বাড়ল ২৫ টাকা।
তবে শুধু রান্নার গ্যাস নয়, পেট্রোল-ডিজেলের দামও রেকর্ড উচ্চতায়। মধ্যবিত্তের কাছে যা রীতিমতো গোদের উপর বিষফোঁড়া। আজ দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৩৫ পয়সা বেড়ে হয়েছে ৮৬.৬৫ টাকা। ডিজেলের দাম ৩৫ পয়সা বেড়ে হয়েছে ৭৬.৮৩ টাকা প্রতি লিটার। কলকাতায় পেট্রোলের দাম গতকাল ছিল ৮৭ টাকা ৬৯ পয়সা। আজ হয়েছে হয়েছে ৮৮.০১ টাকা।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

