Friday, March 29, 2024
দেশ

অযোধ্যায় মেয়র নির্বাচনে জয়ী হলেন বিজেপি প্রার্থী

অযোধ্যা: অযোধ্যায় সভার মাধ্যমে পুরভোটের প্রচারে নেমেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অযোধ্যা-ফৈজাবাদের মেয়র নির্বাচনে জয়ী হলেন বিজেপি প্রার্থী ঋষিকেশ উপাধ্যায়।

নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির প্রার্থী গুলশন বিন্দুকে ৩,৬০১ ভোটে হারিয়ে অযোধ্যার প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হলেন ঋষিকেশ উপাধ্যায়।

বিজেপি প্রার্থী ঋষিকেশ উপাধ্যায় পেয়েছেন ৪৪,৬৪২ ভোট (মোট ভোটের ৪৪.৯ শতাংশ)। সমাজবাদী পার্টির প্রার্থী গুলশন  বিন্দু  পেয়েছেন ৪১,০৪১ ভোট। বিএসপি-র গিরিশ চন্দ্র ৬,০৩৩, কংগ্রেস প্রার্থী শৈলেন্দ্র মানি ৩,৬০১ এবং আম আদমি পার্টির সর্বেশ কুমার ভার্মা পেয়েছেন ১,১৮০ ভোট।

প্রসঙ্গত, যোগী সরকার ক্ষমতায় আসার পর মন্দির নগরী অযোধ্যা ও মথুরা-বৃন্দাবনে পুরসভা গঠনের সিদ্ধান্ত নেয়। গত ২২ নভেম্বর প্রথম দফায় এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের হার ছিল ৪৯.৯৮ শতাংশ। ফৈজাবাজ জেলায় ভোটের হার ছিল ৫৪.০৮ শতাংশ।

যোগী আদিত্যনাথ বলেন, ২০১৯ লোকসভা নির্বাচনে বড় রকমের জয় পেতে আরও ঝাপাবে বিজেপি।