শুভেন্দুর ইস্তফার পরই খেজুরিতে তৃণমূলের একাধিক পার্টি অফিস দখল করল বিজেপি
পূর্ব মেদিনীপুর: শুক্রবার মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। মন্ত্রিত্বে ইস্তফা দেওয়ার পর তাঁর জেলায় তৃণমূলের পার্টি অফিস দখল করা শুরু করল বিজেপি। শনিবার সকালে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে তৃণমূলের বেশ কয়েকটি পার্টি অফিস দখল করে নিয়েছে বিজেপি। প্রতিবাদে পথ অবরোধ করেন তৃণমূল কর্মীরা।
তৃণমূলের অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূলের বেশ কয়েকটি পার্টি অফিসে ভাঙচুর, লুট করেছে বিজেপি। সকালে সেসব কার্যালয়ে দেখা গিয়েছে বিজেপির দলীয় পতাকা। প্রতিবাদে সকালে পথ অবরোধ করে তৃণমূল। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
অভিযোগ, বীরবন্দরের পাটনা, কন্ঠীবাড়ি, আলিচক-সহ একাধিক পার্টি অফিস দখল করে নিয়েছে বিজেপি। এছাড়া বহু পার্টি অফিসে ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তবে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁদের পালটা অভিযোগ, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল।
যদিও স্থানীয় এক তৃণমূল নেতার দাবি, শুভন্দু অধিকারীর পদত্যাগের পরেই উৎসাহ পেয়েছে বিজেপি। রায়চকে ছ’টি পার্টি অফিস দখল করে নিয়েছে তারা। প্রশাসনকে জানাই। তারা আশ্বাস দিয়েছে, ঠিক আছে, আমরা দেখছি। তারপর পরপর ছ’টা অফিস পার্টি অফিস দখল হয়ে যায়।
স্থানীয় ওই তৃণমূল নেতা জানান, কয়েকজন যুবক মোটরসাইকেলে করে চেপে আসেন। তারপর সব কাগজপত্র ফেলে দেয়, চেয়ার-টেবিল ভাঙচুর করে, নথিপত্র ফেলে দেয়। আগুনও ধরিয়ে দেয়। প্রশাসনকে জানালেও লোকসভা ভোটের সময় যেমন চুপচাপ ছিল, এখনও তাই। কোনও গুরুত্ব নেই। আমরা শাসকদলে থেকেও প্রশাসনের কোনও সহযোগিতা পাচ্ছি না।