Sunday, June 22, 2025
Latestরাজ্য​

রোজভ্যালি কাণ্ডে লুকআউট নোটিস জারি শুভ্রা কুন্ডুর বিরুদ্ধে

কলকাতা: রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারির তদন্তের মামলায় এবার বিপাকে রোজভ্যালি গ্রুপের প্রধান গৌতম কুন্ডুর স্ত্রী শুভ্রা কুন্ডু। শুক্রবার ইডির আধিকারিকরা কোটি কোটি টাকা প্রতারণার ওই মামলায় শুভ্রা কুন্ডুর দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে হানা দেন। তবে সেই সময় তিনি বাড়িতে ছিলেন না বলে খবর।

একজন ইডি আধিকারিক জানিয়েছেন, আচমকাই ইডির আধিকারিকরা শুভ্রা কুন্ডুর ফ্ল্যাটে হানা দেয়। শুভ্রা কুন্ডুর বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে লুক আউট নোটিস জারি করা হয়েছে। দেশের সমস্ত বিমানবন্দরের সতর্কতা জারি করা হয়েছে।

রোজভ্যালি কাণ্ডে ইডি ২০১৫ সালে গৌতম কুন্ডুকে গ্রেফতার করে এবং হোটেল এবং রিসর্ট সহ তাঁর ২,৩০০ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। রোজভ্যালি কাণ্ডে ইডির তৎকালীন তদন্তকারি অফিসার মনোজ কুমারের সঙ্গে বহুবার নয়াদিল্লির হোটেল এবং বিমানবন্দরে দেখা গেছে শুভ্রাকে।

প্রসঙ্গত, রোজভ্যালির চিটফান্ডের ফাঁদে পা দিয়ে বহু মানুষ সর্বস্বান্ত হয়েছেন। রোজভ্যালি মানুষকে ফাঁদে পেলে কমপক্ষে ১৫ হাজার কোটি টাকা লুট করেছে বলে অভিযোগ।