কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে বিক্ষোভ ভোটকর্মীদের
কলকাতা: প্রতিটি বুথে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে ভোট প্রশিক্ষণ কেন্দ্রের সামনেই বিক্ষোভ দেখালেন ভোটকর্মীরা। রবিবার ডায়মন্ড হারবারে ভোট কর্মীদের প্রশিক্ষণ কেন্দ্রের সামনেই দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা। পরে ডায়মন্ড হারবার মহকুমা শাসকের তরফ থেকে তাদের আশ্বস্ত করা হলে উঠে যায় বিক্ষোভ। ভোটকর্মীদের অভিযোগ, গত পঞ্চায়েত ভোটে বুথে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা কর্মী না থাকার কারণে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।
অন্যদিকে, হুগলী জেলার শ্রীরামপুরে ভোটের সময় পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখাল ভোট কর্মীরা। রবিবার সকালে শ্রীরামপুরের ইউনিয়ন স্কুলে ভোট কর্মীদের একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে নির্বাচন কমিশন। সেখানে ভোটের সঙ্গে যুক্ত সরকারি কর্মীদের ডাকা হয়েছিল। কিন্তু দেখা গেলো প্রশিক্ষণ শুরু হওয়ার আগেই ভোট কর্মীরা তাদের নিজেদের পর্যাপ্ত নিরাপত্তা চেয়ে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে দেয়। তাঁদের দাবি, প্রতিটা বুথে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার দিতে হবে, এরই পাশাপাশি বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে।
বিক্ষোভ দেখিয়ে ভোটকর্মীরা বলেন, এই দাবিগুলি না মানলে ভোটের দিন কাজ থেকে বিরত থাকবে তারা। প্রতিটি ভোট কর্মীদের উপযুক্ত নিরাপত্তা দিতে হবে এই দাবি নিয়ে একটি স্মারকলিপিও শ্রীরামপুর মহকুমাশাসকের কাছে ভোট কর্মীরা জমা দেন।
এদিকে এই একই দাবি নিয়ে জেলার আরামবাগ ও ভদ্রেশ্বরে বিক্ষোভে সামিল হয় ভোটকর্মীরা। ভদ্রেশ্বরে কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করা হয়। পুলিশ এলে অবরোধ উঠে যায়।