Thursday, September 19, 2024
দেশ

ঝামেলা মিটিয়ে লোকসভা ভোটের আগেই একজোট বিজেপি-শিবসেনা

মুম্বাই: আসন্ন লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলল শিবসেনা এবং বিজেপি। রাজ্যে ২৩টি আসনে লড়বে শিবসেনা। বাকি ২৫টি আসনে লড়বে বিজেপি। অন্যদিকে, বিধানসভা নির্বাচনে ২৮৮ আসন দুটি দল ভাগ করে নেবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের উপস্থিতিতে সোমবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়বণবীশ জোটের কথা ঘোষণা করেন।

দেবেন্দ্র ফড়বণবীশ বলেন, ২০১৯-এর লোকসভা নির্বাচন এবং তার পরে বিধানসভা নির্বাচনে দুই দলের জোট নিয়েই লড়াইয়ের ময়দানে নামবেন। ফড়নবীশ জানান, দেশের স্বার্থেই শিবসেনা এবং বিজেপি কাছাকাছি আসা খুবই প্রয়োজন। শিবসেনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, অনেকেই বিজেপি এবং শিবসেনার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু দুই দল একে অপরকে সম্মান করে। দেশের স্বার্থেই এই জোটের সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ।

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেন, আমাদের মধ্যে যে মতানৈক্য ছিল সে বিষয়ে অমিত শাহের সঙ্গে কথা হয়েছে। এরকম পরিস্থিতি যেন আর সৃষ্টি না হয় সেইদিকে নজর থাকবে আমাদের। একটু মতানৈক্য থাকলেও মন সকলের পরিষ্কার। বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, আগামী লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোট খুব ভালো ফল করবে। রাজ্যের ৪৮টি লোকসভা আসনের মধ্যে গৈরিক জোট ৪৫টি আসন পাবে বলে তিনি জানান।

অমিত শাহ বলেন, বিজেপির যদি কোনও পুরনো সঙ্গী থাকে তাহলে সে হল শিবসেনা এবং আকালি দল, যারা সবসময় তাঁদের পাশে থেকেছে।