Sunday, September 15, 2024
কলকাতা

রথযাত্রা আটকাতে এলে, রথের চাকায় পিষে মারা হবে: লকেট চট্টোপাধ্যায়

মালদহ: রাজ্যে বিজেপি রথযাত্রায় বাধা দিলে চরম পরিণতি হবে। শনিবার মালদায় এমনটাই হুঁশিয়ারি রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যে গণতন্ত্র ফেরাতে রথযাত্রার আয়োজন করা হয়েছে। রথযাত্রা আটকাতে এলে, রথের চাকায় পিষে মারা হবে।

রথযাত্রার প্রস্তুতি হিসাবে মালদহে এদিন ১১টি জেলার নেত্রীদের নিয়ে রথযাত্রার প্রস্তুতি বৈঠক করেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি জানান, আগামী ৭ ডিসেম্বর থেকে কোচবিহার থেকে তারাপীঠ ও গঙ্গাসাগর থেকে তিনটি রথযাত্রা শুরু হবে। প্রতিটি রথেই থাকবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ প্রথম রথযাত্রার সূচনা করবেন তারাপীঠ থেকে। রথযাত্রায় অংশ নেবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল।

লকেট চট্টোপাধ্যায় বলেন, গণতন্ত্র বাঁচাও যাত্রার রথ আটকাতে গেলে পিষে মারা হবে বিরোধীদের। পাশাপাশি তিনি জানিয়ে দেন, সাধারণ মানুষের সমর্থন নিয়েই এই রথযাত্রা চলবে রাজ্যের তিনপ্রান্ত থেকে।

লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ, বাংলায় আজ গণতন্ত্র বিপন্ন। সাধারণ মানুষ থেকে নিরীহ মহিলারা, সবাই অত্যাচারের শিকার হচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও এ রাজ্যে নারী নির্যাতনের হার সবচেয়ে বেশি বলে দাবি করেন তিনি। লকেট চট্টোপাধ্যায় বলেন, নারী নির্যাতন বন্ধ করতে এবং এ রাজ্যে গণতন্ত্র ফেরাতে যাত্রা করছে বিজেপি। সেই রথযাত্রাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন মহিলারাও।