দাদা দিলীপ ঘোষকে ভাইফোঁটা দিলেন বোন লকেট
কলকাতা: আজ, মঙ্গলবার ভ্রাতৃদ্বিতীয়ার সকালে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে ভাই ফোঁটা দিলেন বিজেপি সাংসদ তথা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। এদিন সকালেই দাদা দিলীপ ঘোষের সল্টলেকের সিএল ব্লকের বাড়িতে যান লকেট। সেখানেই রীতি মেনে দাদাকে ফোঁটা দেন বোন লকেট।
দাদাকে ফোঁটা দিয়ে মিষ্টি খাওয়ান। পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেন দাদার। বোন লকেটকে আশীর্বাদ করেছেন ধান-ধুব্বো দিয়ে। শেষে দাদার হাতে উপহার হিসাবে তুলে দেন ‘জহর কোট’। বোনের কাছ থেকে উপহার পেয়ে বেশ খুশি দিলীপ ঘোষও।
আজ কলকাতা নিবাসে ভাতৃদ্বিতীয়া। pic.twitter.com/NRDnXk0fkL
— Dilip Ghosh (@DilipGhoshBJP) October 29, 2019
ফোটা দিয়ে লকেট জানান, খুব ভালো লাগছে। প্রতিবছরের মতো এবারও দিলীপদাকে ফোঁটা দিলাম। উনি সবার ভালো করুক। বাংলার মানুষের জন্য লড়াই করুক। উনি মহিলাদের কাজের সুয়োগ করে দিয়েছেন। দাদার সুস্থতা কামনা করে লকেট বলেন, তিনি যেভাবে মানুষের সঙ্গে মিশে গেছেন, সেভাবেই যেন কাজ করেন। তাঁর মতে, দাদা রাজ্যের মানুষকে সবকিছুই দিয়েছেন, দাদা যেন এভাবেই বাংলার জনগণের সঙ্গে থাকেন এবং সবাইকে ভালো রাখেন।
ফোঁটা নিয়ে দিলীপ বলেন, ভাইফোঁটা নেওয়া খুবই আনন্দের মুহূর্ত। মায়ের পেটের ভাই-বোন না হলেও, সংগঠনের বোনেরা ফোঁটা দিচ্ছেন। লকেটের নেতৃত্বে ভাইফোঁটা শুরু হয়েছিল। ওঁর ফোঁটা নিয়ে সকালটা বেশ ভালো করেই শুরু হল। জহর কোট উপহার দিয়েছে। ভাইবোনের মধুর সম্পর্ক অটুট থাকুক।