লকডাউন না থাকলে ৫৩ কোটির বেশি মানুষ করোনা আক্রান্ত হতো, বলছে গবেষণা
লন্ডন: মারণ করোনাভাইরাস চিনের উহান থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। উৎপত্তিস্থল চিনের পর হটস্পটে পরিণত হয়েছিল ইউরোপের দেশগুলো। তবে এসব দেশের সরকারগুলো সময় মতো লকডাউন জারি করায় প্রায় ৩০ লাখ মানুষের মৃত্যু এড়ানো সম্ভব হয়েছে বলে যুক্তরাজ্যের ইম্পিরিয়াল কলেজের গবেষকরা এক গবেষণায় দাবি করেছেন।
ইউরোপের ১১টি দেশ থেকে তথ্য নিয়ে এই গবেষণা করেছেন ওই গবেষকরা। দেশগুলো হল- অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রিটেন, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড। গবেষকরা বলছেন, মে’র শুরুর দিকে এই ১১টি দেশে আনুমানিক এক কোটি ২০ লাখ থেকে দেড় কোটি মানুষ করোনা সংক্রমিত হয়েছেন।
গবেষকদের দাবি, সময় মতো লকডাউন জারি করায় আমাদের হিসাব থেকেও কম সংখ্যক মানুষের সংক্রমণ হয়েছে। লকডাউন জারি করায় ইউরোপে প্রায় ৩০ লাখ কম মানুষের মৃত্যু হয়েছে।
গবেষকরা বলছেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় লকডাউন পদ্ধতি বেশ কার্যকর প্রমাণিত হয়েছে। যদিও এতে দেশগুলোকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। কিন্তু আমরা বুঝতে পেরেছি, এই ভাইরাসের বিরুদ্ধে ঠিক কিভাবে ব্যবস্থা নিতে হবে।
একই বিষয়ে যুক্তরাষ্ট্রের গবেষকরা বলছে, লকডাউনের নিয়ম সঠিকভাবে পালন করায় চিন, দক্ষিণ কোরিয়া, ইতালি, ইরান, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা কম হয়েছে। এসব অঞ্চলে সময় মতো লকডাউন জারি করা না হলে দেশগুলোর মোট আক্রান্তের সংখ্যা থেকেও ৫৩ কোটি বেশি মানুষের সংক্রমণ হতো। সূত্র- বিবিসি