Wednesday, April 23, 2025
দেশ

লকডাউন ৩.০-তে কি করা যাবে এবং কি করা যাবে না; দেখে নিন এক নজরে

নয়াদিল্লি: দেশজুড়ে আরও দু’সপ্তাহ বাড়ানো হয়েছে তৃতীয় দফার লকডাউনের মেয়াদ। তবে এই দফায় অরেঞ্জ ও গ্রিন জোনে শর্তসাপেক্ষে কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেশের সর্বত্র সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে কেন্দ্র।

এক নজরে দেখে নিন নিষেধাজ্ঞা জারি করা ক্ষেত্রগুলি –

  • বিমান, রেল, মেট্রো পরিষেবা ও আন্তঃরাজ্য ভ্রমণ বদ্ধ থাকবে।
  • স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা/ প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
  • রেস্তোরাঁ, হোটেল বন্ধ থাকবে।
  • যে কোনও রকমের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক জমায়েতে নিষেধাজ্ঞা। ধর্মীয় সমাবেশও নিষিদ্ধ।
  • সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত কেউ বাইরে বের হতে পারবেন না। ৬৫ বছরের বেশি বয়স্ক মানুষদের বাড়িতেই থাকতে হবে।
  • সিনেমা হল, শপিং মল, জিম, স্পোর্টস কমপ্লেক্স-সহ বড় জমায়েতের স্থানে নিষেধাজ্ঞা।

ছাড় দেওয়া হয়েছে যেসব ক্ষেত্রগুলি –

  • একক অবস্থানের দোকানগুলি খোলা যাবে। সেখানে আবশ্যক বা অনাবশ্যক ভেদাভেদ করা হবে না।
  • অধিকাংশ বাণিজ্য প্রতিষ্ঠান ও বেসরকারি অফিস খোলা যাবে। তবে ৩৩ শতাংশ কর্মী নিয়ে। বাকিরা বাড়িতে থেকেই কাজ করবেন।
  • ওষুধের দোকানগুলি খোলা যাবে। তবে সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে।
  • অত্যাবশ্যক সামগ্রী নির্মাণের কাজ চালু থাকবে।
  •  তথ্যপ্রযুক্তি পরিষেবা, প্রিন্ট ও ইলেকট্রিক মাধ্যম, কোল্ড স্টোরেজ চালু থাকবে।
  • ব্যাঙ্ক, বিদ্যুৎ, জল স্যানিটেশন ও ইন্টারনেট খোলা থাকবে।
  • খোলা যাবে না সেলুন।
  • নির্মাণকার্য শুরু করা যাবে। তবে বাইরে থেকে শ্রমিক আনা যাবে না।