Thursday, June 19, 2025
Latestদেশ

এনকাউন্টারে খতম ধর্ষকরা, পুলিশকে রাখি পরিয়ে গোলাপ পাপড়িতে অভিনন্দন

হায়দরাবাদ: শুক্রবার সকালে হায়দরাবাদ এনকাউন্টারে চার অভিযুক্তকে এনকাউন্টারে হত্যার খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে। সাইবারাবাদ পুলিশকে কুর্নিশ করছেন অনেকেই। পুলিশকে সংবর্ধনা, পুস্পবৃষ্টি, মিষ্টি বিতরণ। সোশ্যাল মিডিয়াতেও তেলেঙ্গানা পুলিশের নামে জয়ধ্বনি।

এনকাউন্টারের পর পুলিশের প্রশংসা করা স্লোগান তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের গায়ে ফুল ছড়ানো হয়। এনকাউন্টারের খবর সামনে আসতেই হায়দরাবাদের মানুষ পথে নেমে পড়েন। কোথাও কোথাও পুলিশকে রাখি পরানো হয়। কোথাও কোথাও করানো হয় মিষ্টিমুখ। পথে-ঘাটে কর্তব্যরত পুলিশকে দেখলেই স্লোগান দিচ্ছেন সাধারণ মানুষ। স্কুল ছাত্রীরাও পুলিশের জয়ধ্বনি করছেন।


সাইবারাবাদের পুলিশ কমিশনার ভিসি সজ্জানারের হাতে রাখি পরিয়ে দেন নির্যাতিতার প্রতিবেশী। তেলেঙ্গানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন নির্যাতিতার পরিবার থেকে শুরু নির্ভয়ার মা, বিশিষ্ট ব্যক্তি থেকে সাধারণ মানুষ অনেকেই পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন।


নির্ভয়ার মা আশা দেবী বলেন, অন্তত একজন মেয়েতো সুবিচার পেল। পুলিশকে ধন্যবাদ জানাই। অপরাধীদের শাস্তির দাবিতে আমি দীর্ঘ ৭ বছর ধরে চিত্‍‌কার করে যাচ্ছি। বলছি, প্রয়োজনে সমাজের স্বার্থে আইন ভাঙুন। এখনও আদালতে চক্কর কেটে যাচ্ছি।