Friday, June 20, 2025
Latestদেশ

গান্ধীজির ইচ্ছা অনুযায়ী সারা দেশে মদ নিষিদ্ধ করা হোক: নীতীশ কুমার

নয়াদিল্লি: জাতির জনক মহাত্মা গান্ধীর ইচ্ছে ছিল, সারা দেশেই মদ্যপান নিষিদ্ধ করা হোক। গান্ধীজি বলে গিয়েছেন, মদ জীবনকে শেষ করে দেয়। দিল্লির একটি অনুষ্ঠানে এমনই জানালেন বিহারের মুখ্যমন্ত্রী তথা এনডিএ শরিক নেতা নীতীশ কুমার। উল্লেখ্য, বিহারে ২০১৬ সালের এপ্রিল থেকেই মদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নীতীশ কুমারের সরকার।

তবে শুধু বিহারে করলেই হবে না, সারা দেশে মদ নিষিদ্ধ করার দাবি তুললেন মুখ্যমন্ত্রী তথা জেডেইউ নেতা নীতীশ কুমার। তিনি বলেন, শুধুমাত্র রাজ্যে বা প্রতিবেশী রাজ্যেই মদ্যপানে নিষেধাজ্ঞা জারি করলেই হবে না, সারা দেশে মদ নিষিদ্ধ করা দরকার।

দিল্লিতে ‘মদ-মুক্ত ভারত’ শীর্ষক সেমিনারে বক্তৃতা দিতে গিয়ে নীতীশ কুমার বলেন, শুধুমাত্র কয়েকটি রাজ্যে মদ নিষিদ্ধ করলে হবে না। সারা দেশে মদের উপর নিষেধাজ্ঞা জারি করা দরকার। গান্ধীজির কথা উল্লেখ করে তিনি বলেন, এটাই ছিল মহাত্মা গান্ধীর ইচ্ছা। তিনি বলেছিলেন, মদই জীবন শেষ করে দেয়।


মহাত্মা গান্ধীর পাশাপাশি, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কার্পুরি ঠাকুরের কথা উল্লেখ করে নীতীশ কুমার বলেন, তিনিও মদ নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন। কিন্তু সফল হননি। আমিও পরিকল্পনা করছিলাম ২০১১ সাল থেকে। শেষমেশ ২০১৬ সালে গিয়ে তা সরকারিভাবে বাস্তবায়িত করতে পেরেছি।

প্রসঙ্গত জানিয়ে রাখি, দেশের মধ্যে গুজরাট, বিহার, মিজোরাম এবং নাগাল্যান্ডে মদ নিষিদ্ধ করেছে সে রাজ্যে মদ নিষিদ্ধ। ২০১৬ সালের এপ্রিল থেকে বিহারে মদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বিহার সরকার।