Monday, March 17, 2025
Latestদেশ

আধার ও প্যান সংযুক্তির সময়সীমা আরও তিন মাস বাড়ানো হল

নয়াদিল্লি: প্যান কার্ডের সঙ্গে আধার যুক্ত করার জন্য সময়সীমা আরও তিন মাস বাড়িয়ে দিল কেন্দ্র সরকার। ৩১ সেপ্টেম্বর সংযুক্তির শেষ সময়সীমা ছিল। তবে শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রক সেই সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়াল। একটি বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, প্যানের সঙ্গে আধার নম্বর যুক্ত করার নতুন সময়সীমা হল ৩১ ডিসেম্বর। এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্যান ও আধারের সংযুক্তি খুবই গুরুত্বপূর্ণ।

আধার ও প্যান সংযুক্তির করার জন্য এই নিয়ে সাতবার সময়সীমা বাড়াল সরকার। শেষ এই সময়সীমা বাড়ানো হয় এই বছরের মার্চ মাসে। তখন সরকার আধার প্যান সংযুক্তির শেষ তারিখটি ছয় মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করে দেয়। সুপ্রিম কোর্ট গত বছরের সেপ্টেম্বরে সরকারের ফ্ল্যাগশিপ আধার প্রকল্পকে সাংবিধানিকভাবে বৈধ বলে ঘোষণা করেছিল।

সুপ্রিম কোর্ট জানিয়েছিল, আয়কর রিটার্ন দাখিল ও প্যান বরাদ্দের জন্য স্বতন্ত্র পরিচয় নম্বর উদ্ধৃত করা বাধ্যতামূলক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় মেয়াদের প্রথম বাজেটে সরকার আয়কর বিধি অনুসারে প্যানের সঙ্গে আধার পরিবর্তনের অনুমতি দিয়েছে। অর্থাৎ এখন প্যানের পরিবর্তে আধার দিয়েই আয়কর রিটার্ন দাখিল করা যাবে।

আয়কর বিভাগের ওয়েবসাইট অনুযায়ী, এখনও পর্যন্ত ৮.৪৭ কোটি ব্যক্তির মধ্যে ৬.৭৭ কোটি আধার ও প্যান সংযুক্ত করেছেন। প্রসঙ্গত, প্যান হল একটি ১০ সংখ্যা-বর্ণযুক্ত বা আলফানিউমেরিক সনাক্তকরণ নম্বর যা দিয়ে একজন ট্যাক্স প্রদানকারীর সঙ্গে করগ্রহীতার আর্থিক লেনদেনের সংযোগ স্থাপন হয়। আধার হল ভারতের অনন্য পরিচয় কর্তৃপক্ষ (ইউআইডিএআই) দ্বারা জারি করা ১২ ডিজিটের শনাক্তকরণ নম্বর।