১০ ডিসেম্বরে সংসদে পাস হতে পারে নাগরিকত্ব সংশোধনী বিল
নয়াদিল্লি: আগামী ১০ ডিসেম্বর সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পেশ হতে চলেছে। অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, সংসদে ১০ ডিসেম্বর বিলটি পাস হতে পারে। এনআরসি নিয়ে আতঙ্কে রয়েছেন অসমবাসী। কেউ কেউ মনে করছেন, নাগরিকত্ব সংশোধনী বিল পাস হলে অসম-পশ্চিমবঙ্গের অমুসলিমদের এনআরসি আতঙ্ক দূর হবে। এরই মধ্যে উত্তরপূর্বের বিভিন্ন রাজ্যের রাজনৈতিক প্রতিনিধি ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নাগরিকত্ব সংশোধনী বিলে বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আগত হিন্দু, শিখ, বুদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে আসা সেইসব দেশের ধর্মীয় সংখ্য়ালঘু মানুষদের জন্য এই বিল।
এই বিলের তীব্র বিরোধিতা জানিয়েছে বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, এই বিল ধর্ম নির্ভর বিল। তাঁদের প্রশ্ন, কিভাবে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশে ধর্মের ভিত্তিতে অত্যাচারিত হয়ে ভারতে আসা উদ্বাস্তুদের চিনবে মোদী সরকার। তাঁদের প্রশ্ন, সরকারের কাছে কি কোনও মেশিন রয়েছে ধর্মের ভিত্তিতে অত্যাচারিতদের চিনবার জন্য ?
বিজেপি সূত্রে খবর, লোকসভা ও রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা ও ফ্লোর ম্যানেজমেন্ট কৌশলের ফলে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করা বিজেপির পক্ষে খুব একটা কঠিন হবে না। তাই ১০ ডিসেম্বর বিল পাসের জন্য মরিয়া সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ।
কেননা, বর্তমানে পরিস্থিতি আদৌ বিজেপির অনুকূলে নয়। মহারাষ্ট্র হাতছাড়া হয়েছে। প্রাথমিক ইঙ্গিতে এনআরসি আতঙ্কে বাংলায় পায়ের তলার মাটি সরে যাচ্ছে বিজেপি। এহেন পরিস্থিতিতে নাগরিকত্ব সংশোধনী বিল বিজেপির পালে হাওয়া লাগাবে বলে মনে করছেন রাাজনৈতিক মহলের একাংশ।