রামের নামে প্রদীপ জ্বালান, শীঘ্রই রামমন্দির তৈরির কাজ শুরু হবে: যোগী আদিত্যনাথ
নয়াদিল্লি: অযোধ্যায় খুব দ্রুত শুরু হবে রাম মন্দির তৈরির কাজ। এই বার্তা দিয়ে দীপাবলিতে রামের নামে একটি করে প্রদীপ জ্বালানোর পরামর্শ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজস্থানে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই বছর দীপাবলিতে রামের নামে একটি প্রদীপ জ্বালান। খুব শিগগিরই অযোধ্যায় রামমন্দির তৈরির কাজ শুরু হবে। দীপাবলির পরই আমরা বিষয়টি নিয়ে নেমে পড়ছি।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কিন্তু আইনি জটিলতায় তা এখনও প্রশ্নের মুখে। রাম মন্দির মামলাটি এখনও ঝুলে রয়েছে শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টে শুনানি হতে পারে আগামী বছরের জানুয়ারিতে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, মানুষ চায় অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হোক। তা সুপ্রিম কোর্টের নির্দেশেই হোক, সাংবিধানিক আইনে হোক বা অন্য কোনও আলোচনার মাধ্যমে হোক।
Light a diya for Lord Ram this time, work there will start very soon. We have to take this up after #Diwali: CM Yogi Adityanath in Rajasthan’s Bikaner (3.11.18) pic.twitter.com/IL8cuosBaW
— ANI UP (@ANINewsUP) 4 November 2018
এদিকে, সম্প্রতি আরএসএস প্রধান মোহন ভাগবত রাম মন্দির নির্মাণে কেন্দ্রীয় সরকারকে এই সংক্রান্ত একটি যথাযথ ও প্রয়োজনীয় আইন আনার কথা বলেছেন। আরএসএস নেতা সুনীল ভাইয়াজি জোশির হুঁশিয়ারি, রাম মন্দির নির্মাণ শুরু না হলে ১৯৯২ সালের মতো বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, অযোধ্যায় সরযূ নদীর তীরে একটি ১৫১ মিটার উঁচু বসানোর তোড়জোড় করছে উত্তরপ্রদেশ প্রশাসন। রাজ্য বিজেপি সূত্রে খবর, দীপাবলির সময় পাকাপাকি ভাবে সেই ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এ প্রসঙ্গে অযোধ্যা পুরসভার মেয়র ঋষিকেশ উপাধ্যায় বলেছেন, মাটি পরীক্ষার পরই জায়গা নির্বাচন করা হবে। তবে তুলসীদাস ঘাটের কাছেই মূর্তি বসবে তিনি জানান।