Friday, June 20, 2025
Latestদেশ

গুজবে কান না দিয়ে একবার অন্তত নাগরিকত্ব আইন ও এনআরসির নিয়ম পড়ুন: মোদী

নয়াদিল্লি: রবিবার দিল্লির রামলীলা ময়দান থেকে নির্বাচনের প্রচার শুরু করতে গিয়ে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রকাশ্যে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য রয়েছে, সেটাই ভারতের অনন্য বৈশিষ্ট্য। সেই বৈচিত্রকে তিনি সম্মান করেন। নয়া স্লোগানে তিনি বলেন, এখন আমি বলব ‘বৈচিত্রের মধ্যে ঐক্য’, আপনারা বলবেন ‘ভারতের বিশেষত্ব’।

তিন-তিন বার এদিন জনসভাতে নতুন স্লোগানটি দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, উঠে দাঁড়িয়ে সংসদকে সম্মান জানান। মোদী বলেন, নাগরিকত্ব আইন নিয়ে ইচ্ছাকৃত ভাবে মিথ্যে গুজব ছড়াচ্ছে বিরোধীরা। বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, আপনারা আমার কুশপুতুল জ্বালান, কিন্তু জনগণের সম্পত্তি নষ্ট করবেন না।

প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস ও তাদের জোটসঙ্গীরা, কিছু আরবান নকশাল, গুজব ছড়াচ্ছে যে, সমস্ত মুসলিমদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। অন্তত আপনাদের শিক্ষার মূল্যায়ন করুন। একবার অন্তত নাগরিকত্ব আইন (CAA) এবং জাতীয় নাগরিক পঞ্জির (NRC) নিয়ম পড়ুন।

প্রধানমন্ত্রী বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সংসদে বলেছিলেন, ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে যে সমস্ত শরণার্থী বাংলাদেশ থেকে এদেশে এসেছেন, আমাদের উচিত, তাঁদের নাগরিকত্ব দেওয়া।

নয়া নাগরিকত্ব আইনে বলা হয়েছে, ধর্মীয় নিপীড়নের কারণে, তিন মুসলিম অধ্যুষিত দেশের সংখ্যালঘুদের এদেশের নাগরিকত্ব দেওয়া হবে। সেক্ষেত্রে অমুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব পেতে, কোনও ডকুমেন্টের প্রয়োজন হবে না, লাইনেও দাঁড়াতে হবে না। যেদিন থেকে ভারতে আসবে, সেদিন থেকেই তাঁরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।