Thursday, September 19, 2024
দেশ

মুম্বাইয়ের লালমাটি বস্তিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড

মুম্বাই: ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার লালমাটি বস্তিতে। মঙ্গলবার সকাল ১১.‌৫০ মিনিট নাগাদ আগুন লাগে বান্দ্রা দমকল কেন্দ্রের বিপরীতে অবস্থিত লালমাটি বস্তিতে। টিন, কাঠ, বাঁশ, দরমা, বেড়া, প্লাস্টিক, চটে তৈরি ঝুপড়িগুলিতে মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।

আগুন নেভাতে প্রাথমিকভাবে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৯টি ইঞ্জিন। কিন্তু পরে আগুনের তীব্রতা এতটাই বেড়ে যায় যে, আগুন নেভাতে হিমশিম খান দমকলকর্মীরা। আগুন নেভানোর চেষ্টায় ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২২টি ইঞ্জিন। যুদ্ধকালীন পরিস্থিতিতে চলে আগুন নেভানোর কাজ। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটে গিয়েই এই আগুন লাগে।

ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। একের পর সিলিণ্ডার ফাটতে শুরু করে।আতঙ্ক এলাকা ছেড়ে পালিয়ে আসেন সকলে। এলাকাটি এতটাই ঘিঞ্জি যে, সেই সরু গলি দিয়ে ঢুকে আগুন নেভাতে বেকায়দায় পড়েন দমকলকর্মী। দমকল কর্মীদের কথায়, আগুনের তীব্রতার নিরিখে এটি ৩য় স্তরের। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। যদিও এখনও আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা।