কাশ্মীর সমস্যা সমাধানে মোদীকে ফের বৈঠকের প্রস্তাব ইমরানের
ইসলামাবাদ: চলমান কাশ্মীর সমস্যা সমাধানে আলোচনায় বসতে চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। লোকসভা নির্বাচনে জেতার জন্য এর আগে দু’বার মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন ইমরান। প্রথমবার টুইটারে এবং দ্বিতীয়বার ফোনে। মোদীর কাছে ইমরান আরজি জানিয়েছিলেন, তাঁর সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার। জবাবে মোদী বলেছিলেন, সন্ত্রাস ও আতঙ্কমুক্ত পরিবেশ গড়ে তোলাটা আগে জরুরি।
সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আলোচনা চেয়ে চিঠি লিখেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেই কাশ্মীর নিয়ে আলোচনা চেয়ে চিঠি লিখলেন ইমরান খান।
আগামী ১৩-১৪ জুন কিরকিজিস্তানে বিশকেক শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছে ভারত। সেখানে উপস্থিত থাকছে পাকিস্তানও। তবে শুক্রবার ভারতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ওই বৈঠকের অবসরে ভারত-পাকিস্তানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক বৈঠক হবে না। ভারতের ওই ঘোষণার পরই আলোচনার প্রস্তাব আসলো ইমরান খানের পক্ষ থেকে।
প্রসঙ্গত, ২০১৮ সালে ‘নতুন পাকিস্তান’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন ইমরান খান। ভারত প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘নয়াদিল্লি এক পা এগোলে, আমি দু’পা এগোব৷’ কিন্তু বাস্তবে এর উল্টোটাই হয়। মুখে সন্ত্রাসবাদ নির্মূলের কথা বললেও, আদতে সযত্নে জঙ্গিদেরই লালন পালন করে চলেছে পাকিস্তান। সেজন্যই পুলওয়ামার মতো ভয়াবহ জঙ্গি হানায় জইশ প্রধান মাসুদ আজহারের যোগ মানতে চায়নি পাক সরকার।