প্রবল গণবিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, গণভোটের জন্য তৈরি ইমরান খান
ইসলামাবাদ: প্রবল গণবিক্ষোভে উত্তাল হয়ে উঠল পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK)। পাক দখলদারির বিরুদ্ধে গর্জে উঠছেন সেখানকার সাধারণ মানুষ। এহেন পরিস্থিতিতে জার্মানির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ডয়চে ভেলে-কে ( DW) দেওয়া একান্ত সাক্ষাৎকারে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, PoK-তে গণভোট করা হবে। তিনি বলেন, Pok-র বাসিন্দারা পাকিস্তানে থাকতে চান নাকি স্বাধীনতা চান, তা সেখানকার বাসিন্দারাই ঠিক করুক।
প্রসঙ্গত বলে রাখি, গত বছর পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদে গিয়ে ‘গো ব্যাক’ শুনতে হয়েছিল ইমরান খানকে। এখানকার বাসিন্দাদের মুখে ‘কাশ্মীর বনেগা হিন্দুস্তান’ স্লোগানও দিতে শোনা যায়। ২০১৬ সালে পাক অধিকৃত কাশ্মীরের ‘আজাদি’র দাবিতে পথে বিক্ষোভ দেখান হাজার হাজার মানুষ। জনরোষের কবলে পড়তে হয় পাক সেনাকে। সেখানকার বাসিন্দারা অবিলম্বে পাক সেনাকে উপত্যকা ছেড়ে চলে যাওয়ার দাবিও জানান।
এছাড়া, পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করার বিষয়ে সক্রিয় হয়েছে মোদী সরকার। ভারতের নয়া সেনাপ্রধানের মুখেও একাধিকবার PoK দখলের কথা শোনা গিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সাফ জানিয়েছেন, ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা হলে তা হবে PoK নিয়ে। পাশাপাশি, কেন্দ্রীয় সরকার অনুমতি দিলে ভারতীয় সেনাবাহিনী PoK দখলে বড়সড় ধরনের অভিযানের জন্যেও প্রস্তুত বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।