বিধানসভা ভোটে বাম–কংগ্রেস জোট করেই লড়বে
কলকাতা: ২০১৬ সালে একসাথে জোট করে নির্বাচনে লড়াই করেছিল বামফ্রন্ট–কংগ্রেস। তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মতানৈক্যের কারণে জোট করে লড়েনি তাঁরা। এবার জানা গেল তৃণমূল ও বিজেপিকে রুখতে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জোট করেই লড়বে বাম-কংগ্রেস।
বৃহস্পতিবার লোকসভার বিরোধী দলনেতা তথা পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, জোট নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে জোট করেই ভোটে লড়বে বাম-কংগ্রেস।
তিনি জানান, কংগ্রেস হাইকমান্ড বাম–কংগ্রেস জোটের প্রস্তাবে সিলমোহর দিয়েছে। এই ঘোষণার পর থেকেই নির্বাচনী কৌশল সাজাতে শুরু করে দিয়েছে বামেরা। প্রসঙ্গত, অক্টোবরেই সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির তরফে কংগ্রেসের সঙ্গে জোটে করার প্রস্তাব দেওয়া হয়েছিল। এবার সেই প্রস্তাব মেনে নিল কংগ্রেস হাইকমান্ড। ফলে জোট করেই আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়বে কংগ্রেস এবং বামফ্রন্ট।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন বিধানসভা ভোটে বিজেপি ও তৃণমূলকে কুপোকাত করতে জোটবদ্ধ হয়েই লড়াই করতে চায় কংগ্রেস এবং বামফ্রন্ট। ২০১১ সালে হারের পর দিনকে দিন বামফ্রন্ট দুর্বল হয়ে পড়েছে। তবে দেখার বিষয় হল শেষ পর্যন্ত এই জোট কতটি আসন পায়। কেননা ওয়াইসির মিমও বাংলায় আসছে। আর বিজেপি ২০১৯ সালের লোকসভা ভোটে আশানুরূপ ভালো ফল করেছে। তৃণমূল শিবিরও এবার ক্ষমতায় টিকে থাকার জন্য মরিয়া।


