Thursday, September 19, 2024
দেশ

সরকার চাইলে রাম মন্দির নির্মাণে আইন তৈরি করতেই পারে: সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি

মুম্বাই: অযোধ্যা মামলা বর্তমানে সুপ্রিম কোর্টের বিবেচনাধীন। সম্প্রতি সুপ্রিম কোর্ট মামলাটির শুনানি আগামী বছরের জানুয়ারি মাস পর্যন্ত স্তগিত করেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ জানিয়েছিল, এই মামলাটি তাঁদের অগ্রাধিকারের মধ্যে পড়ে না। আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় তাঁদের বিবেচনায় রয়েছে। বিজেপির অনেকেই শীর্ষ আদালতের ওই সিদ্ধান্তে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছিলেন। শুক্রবারও আরএসএস জানিয়েছে, রাম মন্দির তৈরির জন্য খুব বেশিদিন অপেক্ষা করা যাবে না। এর মধ্যেই রাম মন্দির নির্মাণ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জাস্তি চেলামেশ্বর।

শুক্রবার মুম্বাইয়ে এক অনুষ্ঠানে চেলামেশ্বর বলেন, রাম মন্দির নির্মাণের জন্য কেন্দ্র আইন আনতেই পারে। তাঁর কথায়, অতীতে এমন উদাহরণ রয়েছে যেখানে আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নিয়েছে আইনসভা। সুপ্রিম কোর্টে রাম মন্দির মামলা চললেও কেন্দ্রের পক্ষে মন্দির নির্মাণের জন্য আইন আনা সম্ভব।

তাহলে কি রাম মন্দির নির্মাণের জন্য সংসদে কি আইন পাস সম্ভব? এই প্রশ্নের জবাবে চেলামেশ্বর বলেন, এটা হবে কি হবে না তা অন্য বিষয়। তবে অতীতে সুপ্রিম কোর্টের রায়কে সংসদ পাল্টে দিয়েছে। তিনি জানান, অতীতে কাবেরী জল বিবাদকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের রায়ের মোকাবিলা করতে কর্ণাটক বিধান পরিষদ আইন পাস করে। রাজস্থান, পাঞ্জাব ও হরিয়ানার ক্ষেত্রেও জল বিবাদে ওই ধরনের পদক্ষেপ নেওয়া হয়। একই ভাবে রাম মন্দির নির্মাণ নিয়ে আইন তৈরি করা সম্ভব বলেও জানান জাস্তি চেলামেশ্বর।