৩৭০ ধারা বাতিলে সন্ত্রাসবাদের কফিনে শেষ পেরেক পুঁতে দেওয়া হয়েছে: অমিত শাহ
নয়াদিল্লি: রবিবার ফের কংগ্রেসকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ৩৭০ ধারা বাতিলের পরই কাশ্মীরে উন্নয়নের পথ প্রশস্ত হয়েছে। আর সন্ত্রাসবাদের কফিনে শেষ পেরেকও পুঁতে দেওয়া সম্ভব হয়েছে।
অমিত শাহ বলেন, ৩৭০ ও ৩৫-এ ধারা দেশকে একত্রিত করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। আপনারা সকলে পুনরায় মোদীজিকে প্রধানমন্ত্রী করেছেন এবং সংসদের প্রথম অধিবেশনেই তিনি ৩৭০ ধারা বাতিল করেন। মোদীজি ছাড়া এ কাজ আর অন্য কেউ করতে পারতেন না বলেও দাবি করেন অমিত শাহ।
কংগ্রেসের সমালোচনা করে অমিত শাহ বলেন, বিগত ৭০ বছরে বছরে দেশে অনেক দলের সরকার তৈরি হয়েছে, কেউ তো আবার ৩ প্রজন্ম ধরে শাসন করেছে। কিন্তু এদের মধ্যে কেউই ৩৭০ ধারা বাতিলের মতো সাহসিকতা দেখাতে পারেনি।
অমিত শাহ বলেন, ৩৭০ ধারা বাতিলের ফলে উপত্যকায় উন্নতির রাস্তা খুলেছে। আমরা সকলেই সরকারের ওই সিদ্ধান্তের সঙ্গে আছে কিন্তু কিছু মানুষ এর বিরোধিতা করছে।