Monday, March 24, 2025
দেশ

কিডনির ৬৩ শতাংশ বিকল, গুরুতর অসুস্থ লালু প্রসাদ যাদব

রাঁচি: গুরুতর অসুস্থ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ১৪ বছরের সাজা হয় লালুপ্রসাদের। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে গত এক বছর ধরে রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে চিকিৎসাধীন আছেন তিনি।

হাসপাতাল সূত্রে খবর, কিডনির কর্মক্ষমতা মারাত্মক ভাবে কমে যাওয়ায় লালু প্রসাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসক পি কে ঝা জানিয়েছেন, লালুপ্রসাদের কিডনির ৬৩ শতাংশ বিকল হয়ে গিয়েছে। বাকি ৩৭ শতাংশ কাজ করছে। গত এক সপ্তাহ ধরেই তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হয়েছে।

বর্তমানে ৭১ বছর বয়স লালু প্রসাদের। এই অবস্থায় কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাঁকে। বহু দিন ধরেই ডায়াবিটিস, প্রেসার ও কিডনির অসুখে ভুগছেন লালু। তার রক্তে শর্করার ও রক্তচাপও ওঠানামা করছে।

লালু প্রসাদের শারীরিক অবস্থার অবনতির খবর পাওয়া মাত্রই আরজেডি শিবিরে আশঙ্কা ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। বাবার শারীরিক অবস্থার খবর নিতে শনিবার হাসপাতালে যান লালুপুত্র তেজস্বী যাদব।