Wednesday, July 24, 2024
দেশ

কাঠুয়া গণধর্ষণ মামলায় সিবিআই তদন্তের দাবিতে বিজেপির মিছিল

জম্মু : কাঠুয়ায় নাবালিকাকে গণধর্ষণ ও খুনের মামলায় সিবিআই তদন্তের দাবিতে জম্মু ও কাশ্মীরে মিছিল করলেন বিজেপির বর্ষীয়ান নেতা চৌধুরি লাল সিং। কাঠুয়া জেলায় প্রায় পাঁচ ঘণ্টা খালি পায়ে মিছিলে হাঁটতে দেখা যায় তাঁকে। পরে দলীয় সমর্থকদের অনুরোধে গাড়িতে ওঠেন।

কাঠুয়ার রাসিয়া গ্রামে এক নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় ইতিমধ্যেই আট অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। কিন্তু, সিবিআই তদন্তের দাবিতে রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে এদিন চৌধুরি লাল সিং মিছিল করেন কাঠুয়ায়।

প্রসঙ্গত, আট বছরের ছোট্ট মেয়ের ওপর এমন নির্মম অত্যাচারের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় কার্যত বিস্ফোরণ। অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, সোনম কাপুর, গৌতম গম্ভীর, জাভেদ আখতার, ফারহান আখতার, রেণুকা সাহানে, সিমি গেরওয়ালের মতো সেলিব্রিটিরা সরব হয়েছেন। উন্নাও এবং কাঠুয়ার গণধর্ষণের প্রতিবাদে গর্জে ওঠারই আহ্বান জানিয়েছেন তারা। এমনকী, প্রতিবাদে সরব হয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। কাঠুয়ার ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ বলেই চিহ্নিত করেছেন তিনি। তাঁর দাবি, দোষীরা যেন কোনওভাবেই ছাড়া না পায়।