Saturday, June 21, 2025
Latestআন্তর্জাতিক

পাকিস্তানে নমাজের সময় মসজিদ থেকে এক লাখ টাকা দামের জুতা চুরি

লাহোর: পাকিস্তানের লাহোরে মসজিদে নমাজ পড়তে গিয়ে এক লাখ টাকা দামের এক জোড়া জুতা হারিয়েছেন এক ব্যক্তি। এই ঘটনায় ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি।

জানা গেছে, সিরাজ বসির নামে এক ব্যক্তি স্থানীয় গঙ্গা রাম হাসপাতালের কাছে অবস্থিত একটি মসজিদে নমাজ পড়তে যান। নমাজ শেষে এসে দেখেন তার জুতা জোড়া নেই।

পুলিশ জানিয়েছে, সিরাজ বসির লাহোরের ডিফেন্স এলাকার বাসিন্দা, তিনি তার অসুস্থ এক আত্মীয়কে দেখতে গঙ্গা রাম হাসপাতালে এসেছিলেন।


এ চুরির ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই জুতার মালিক। তিনি পুলিশকে অনুরোধ জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে যেন চোরকে শনাক্ত করা হয় এবং জুতা উদ্ধার করে তাকে ফেরত দেয়া হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

জানা গেছে, পাকিস্তানে মসজিদ থেকে জুতা চুরির ঘটনা এখন খুবই সাধারণ বিষয়। এর আগে ২০১৬ সালে নমাজের সময় পাক সরজামীন পার্টির (পিএসপি) নেতা আনিস কাইমখানির জুতা চুরি হয়ে যায়।