Thursday, September 19, 2024
কলকাতা

কলকাতার সবচেয়ে উঁচু বহুতল ‘দ্য ৪২’-এ ভয়াবহ আগুন

কলকাতা: ফের শহরের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। ২বি, চৌরঙ্গী রোডে নির্মীয়মাণ কলকাতার সবচেয়ে উঁচু বিল্ডিং ‘দ্য ৪২’-এর ৮, ৯ ও ১০ তলায় আগুন লাগে। ৬৩তলা বহুতলের বাইরে লাগানো নাইলনের নেট থেকে আগুন ধরে যায় বলে জানিয়েছেন দমকল মন্ত্রী। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে।

জানা গেছে, বহুতলের উপরে এসি মেশিনের কাজ চলছিল। কাজের সময় সরঞ্জাম যাতে নীচে পড়ে না যায়, সেই কারণে বহুতলের বাইরের দিকে নাইলনের নেট লাগানো হয়। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান ঝালাইয়ের ফুলকি থেকে কোনওভাবে সেই নেটে আগুন লেগে যায়।

আগুন প্রথমে নজরে আসে নির্মিয়মাণ বহুতলের কর্মীদের। তারাই দমকলে খবর দেন। হাত লাগান দমকলের সঙ্গে আগুন নেভানোর কাজে। ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। দমকলের তিনটি ইঞ্জিনের মিনিট পঁয়তাল্লিশের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ও। কিভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এখনও পর্যন্ত কলকাতার সব থেকে উঁচু এই বহুতল ৬৩ তলা। বহুতলটি এখন যেহেতু নির্মিয়মাণ অবস্থায় রয়েছে, তাই ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হবে না বলেই জানিয়েছে পুলিশ। শোভন চট্টোপাধ্যায় বলেন, ওয়েলডিং মেশিন দিয়ে কাজ করার সময় কোনও রকম ভাবে আগুন লেগে যায়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে।