Saturday, June 21, 2025
Latestকলকাতা

প্রজাতন্ত্র দিবসে দেশের মানচিত্র থেকে পাক অধিকৃত কাশ্মীরকে বাদ দিয়ে তীব্র বিতর্কে কলকাতা পুরসভা

কলকাতা: ৭১তম প্রজাতন্ত্র দিবসে মাতোয়ারা গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কলকাতা পুরসভার ফেসবুক পেজ থেকেও শুভেচ্ছা জানানো হয়। তবে সেই পোস্টকে ঘিরে তুমুল বিতর্ক ছড়ালো।

কলকাতা পুরসভার শুভেচ্ছা বার্তায় দেখা যায়, পাক অধিকৃত কাশ্মীর এবং চিনের দখলে থাকা আকসাই চিনকে বাদ দেওয়া হয়েছে ভারতের মানচিত্র থেকে। বিষয়টি নজরে আসতেই তুমুল বিতর্ক শুরু হয়েছে।

৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কলকাতা পুরসভা ফেসবুক পেজে যে শুভেচ্ছা বার্তা জানায় তাতে দেখা যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ছবি এবং কলকাতা পুরসভার লোগো সম্বলিত সেই শুভেচ্ছায় লেখা, এই প্রজাতন্ত্র দিবস, গাঢ় হোক একতার রঙ!

ওই শুভেচ্ছা বার্তায় দেখা যায়, পাক অধিকৃত কাশ্মীরকে এবং আকসাই চিনকে বাদ দিয়ে দেখানো হয়েছে ওই সব মানচিত্রে। কিন্তু পাক অধিকৃত কাশ্মীর এবং আকসাই চিন ভারতের অবিচ্ছেদ্য অংশ।

বিষয়টি নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। ফিরহাদ হাকিমকে তীব্র আক্রমণ করেছে বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীও।