Monday, June 16, 2025
Latestকলকাতা

এপ্রিলেই কলকাতা পুরসভা ভোট

কলকাতা: এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে হতে পারে কলকাতা পুরসভা নির্বাচন। সূত্রের খবর, ১২ থেকে ১৫ এপ্রিলের মধ্যে হতে পারে ভোটগ্রহণ। সেজন্য ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়েছে প্রশাসনিক স্তরে। আগামী ১৭ জানুয়ারি দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন সংরক্ষিত আসনের তালিকা তৈরি করে বিজ্ঞপ্তি জারি করবে বলে খবর।

১৪৪ আসনের কলকাতা পুরসভায় ৫৬টি ওয়ার্ড সংরক্ষণের আওতায় পড়ছে। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি মেয়র পরিষদের ওয়ার্ডও। বিজ্ঞপ্তি জারির পর আপত্তি জানানোর জন্য ২২ দিন সময় পাবে রাজনৈতিক দলগুলি। তারপর সেই তালিকা পাঠানো হবে রাজ্য নির্বাচন কমিশনে।

কলকাতা পুরসভা ভোটকে কেন্দ্র করে ফের সরগরম রাজ্যে রাজনীতি। কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে সংরক্ষণের আওতায় ৫৬টি ওয়ার্ডক। তারমধ্যে আবার ৪টি ওয়ার্ড সংরক্ষিত তপশিলি জাতি এবং ৩টি ওয়ার্ড সংরক্ষিত তপশিলি উপজাতির প্রার্থীদের জন্য। সাধারণ মহিলা প্রার্থীদের জন্য ৪৫টি আসন অপরিবর্তিত থাকছে।

কলকাতা পুরসভা নির্বাচনকে ২০২১ বিধানসভা ভোটের মহড়া হিসাবে দেখা হচ্ছে। ফলে তৎপরতা শুরু করে দিয়েছে তৃণমূল। ২০১৯ লোকসভা ভোটের ফলাফলের কথা মাথায় রেখে বিজেপিকে গুরুত্ব দিয়ে মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। সম্প্রতি কলকাতার বেশ কিছু এলাকায় বিজেপির প্রতি মানুষের সমর্থন চোখে পড়ার মতো।