Saturday, February 8, 2025
কলকাতারাজ্য​

কলকাতা বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদের বুক স্টলের আর্জি খারিজ হাইকোর্টে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক বইমেলায় স্টল পাওয়ার দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ। তবে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চে তাদের আবেদন খারিজ হয়ে যায়। বইমেলা আয়োজনকারী সংস্থা পাবলিশার্স অ্যান্ড গিল্ডের তরফে জানানো হয়, “বিশ্ব হিন্দু পরিষদের বই বিতর্কিত এবং স্পর্শকাতর।” গিল্ড কোনওরকম বিতর্ক এড়াতে চায় বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিচারপতির পর্যবেক্ষণ

শুনানির সময় বিচারপতি অমৃতা সিনহা গিল্ড কর্তৃপক্ষের কাছে জানতে চান, “এত বছর ধরে বিশ্ব হিন্দু পরিষদের স্টল অনুমোদিত ছিল, তখন কেন বই স্পর্শকাতর মনে হয়নি?” যদিও গিল্ডের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনও উত্তর পাওয়া যায়নি। উত্তর না পাওয়ায় মামলা খারিজ করে দেন বিচারপতি। সিঙ্গেল বেঞ্চের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানায় কিনা বিশ্ব হিন্দু পরিষদ সেটাই এখন দেখার।

গিল্ডের যুক্তি ও বিশ্ব হিন্দু পরিষদের প্রতিক্রিয়া

গিল্ডের মতে, বইমেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রকাশনার দায়িত্বশীল ভূমিকা জরুরি। অন্যদিকে, বিশ্ব হিন্দু পরিষদের অভিযোগ, এই সিদ্ধান্ত রাজ্য সরকারের “হিন্দু বিরোধী চক্রান্তের” অংশ।

বাংলাদেশ থাকছে না, যোগ দিচ্ছে বহু দেশ

এবারের বইমেলায় অংশগ্রহণ করবে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, ইরান, পেরু-সহ একাধিক দেশ। তবে বাংলাদেশ থাকছে না।

বিশ্ব হিন্দু পরিষদ ৬০০ বর্গফুট স্টলের আবেদন করলেও গিল্ড তাদের আবেদন প্রত্যাখ্যান করে। বিষয়টি সিঙ্গল বেঞ্চে খারিজ হওয়ায়, এখন এই রায় চ্যালেঞ্জ করা হবে কি না, তা নিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নির্ধারণ করবেন আইনজীবীরা।

হিন্দুত্ব বনাম বিতর্কের রাজনীতি: বইমেলা কি নিরপেক্ষ?

বিশ্ব হিন্দু পরিষদের দাবি, “হিন্দু জাগরণ আটকাতে রাজ্য সরকার ভয় পাচ্ছে।” তবে বিতর্কের আশঙ্কায় গিল্ডের সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে।